বিস্ফোরণে কেঁপে উঠল পাটনা সিভিল কোর্ট

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিভিল কোর্ট। জানা গিয়েছে, শুক্রবার পাটনা সিভিল কোর্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আদালত চত্বরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, কদমকুয়ান থানার ওই সাব-ইন্সপেক্টর বিস্ফোরক নিয়ে আদালতে পৌঁছেছিলেন এবং আদালত চত্বরে একটি টেবিলে বিস্ফোরক রেখে কাগজের খাবার সরবরাহ করছিলেন। তখনই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আদালত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাব-ইন্সপেক্টরও সামান্য আহত হয়েছেন বলে খবর। একই সঙ্গে বিস্ফোরণের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেওয়ানি আদালতে পৌঁছেছেন এবং মামলার তদন্ত চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পীরবহোর থানার পুলিশ।

   

ঘটনার বিষয়ে পাটনার এসএসপি মানবজিৎ সিং ধিলোঁ জানিয়েছেন, কদমকুয়া থানার এএসআই মদন সিং তার ডান হাতে আঘাত পেয়েছেন। ঘটনার পরপরই পীরবহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন