HomeBharatBlast in Jammu: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু

Blast in Jammu: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু

- Advertisement -

জম্মুর (Jammu) নারওয়াল এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটছে। এর কবলে পড়ে পাঁচজনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের খবর পেয়ে এসএসপিসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রজাতন্ত্র দিবস এবং রাহুল গান্ধীর সফরের কারণে জম্মু বিভাগে কঠোর নিরাপত্তা। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ডিআইজি শক্তি পাঠকও পুরো এলাকা পরিদর্শন করেছেন। এডিজি পুলিশ মুকেশ সিং স্থানীয় লোকজন ও পুলিশ আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

   

স্থানীয় লোকজনের মতে, নারওয়াল এলাকার পরিবহন নগরের সাত ও নয় নম্বর ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সব গাড়িকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে পুলিশ। বলা হচ্ছে, এলাকার অনেক জায়গায় বিপুল পরিমাণ আবর্জনা সংগ্রহ করা হয়েছে।

এরই মাঝে বিস্ফোরণ হয়েছে, এতে মানুষ আহত হয়েছে। এডিজি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের পর গোটা এলাকায় তদন্ত চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular