Lok Sabha elections 2024: তামিল মন জয়ে ইস্তেহারে চমক বিজেপির

BJP's surprise manifesto by kokata24x7 Bengali News Portal

বিজেপির নজরে তামিলনাড়ু। ভাষার আবেগ ছোঁয়ার চেষ্টা। চব্বিশে (Lok Sabha elections 2024) জিতলে তামিল ভাষার আন্তর্জাতিক মঞ্চে প্রচারের প্রতিশ্রুতি পদ্ম শিবিরের।

Advertisements

রবিবার নির্বামনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। বিভিন্ন প্রতিশ্রুতির সঙ্গে আগের দুই দফায় মোদি সরকারের সাফল্য তুলে ধরা হয়েছে। সেখানেই বিশেষ নজর কেড়েছে দক্ষিণ ভারত। আরও বলা ভালো তামিলনাড়ু। পম্দ শিবিরের ইস্তেহারে বা হয়েছে, “দেশের অন্যতম পুরোনো ভাষা তামিল। তামিল ভাষার বৈশ্বিক প্রচারে বিশেষ গুরুতেব দেবে বিজেপি।”

Manish Sisodia: “শীঘ্রই বাইরে দেখা হবে” তিহার জেল থেকে চিঠিতে বার্তা মণীশ সিসোদিয়ার

বিজেপিকে উত্তর ভারতের দল বলে কটাক্ষ করে বিরোধী শিবির। মোদি জমানায় দ্রাবিড়ভূমের একমাত্র কর্নাটকে বিজেপির সরকার ছিল। গত বছর তা হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ভারতে পদ্ম ফোটাতে মরিয়া মোদি-শাহ-নাড্ডা। বিশেষ করে তামিলনাড়ুতে। এই রাজ্যে বিজেপির ট্র্যাকরেকর্ড খুব ভাল হলেও ৩ থেকে ৫ শতাংশ ভোট। ২০১৪-য় প্রবল মোদী-ঝড়েও মাত্র একটি আসন। ২০১৯-এর লোকসভা ভোটে সেটাও হাতছাড়া। এ বার তাই শূন্য থেকে শুরু।

Advertisements

Lok Sabha Elections: লোকসভায় লকেটের কঠিন লড়াই

গত কয়েক বছরে একাধিকবার তামিলনাড়ু গিয়েছএন নরেন্দ্র মোদি। তবে প্রচারে ঝড় তুলেছেন ওই রাজ্যের বিজেপি সভাপতি কুপ্পুস্বামী আন্নামালাই। লোকসভা ভোটে ভালো ফলের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। ভোটকুশলী প্রশান্ত কিশোরও তামিলনাড়ুতে বিজেপি চমকপ্রদ ফল করবে বলে ভবিষ্যদ্বানী করছেন।

হিন্দি বলয়ের দল বলে পরিচিত বিজেপি। দক্ষিণ ভারতের পাঁকে পদ্মের চাষ করতে মরিয়া মোদি। তামিল ভাষার আবেগ কতটা কার্যকর হবে তা চানা যাবে চৌঠা জুন।