উপত্যকায় পদ্ম-অস্বস্তি?, প্রার্থী তালিকা প্রকাশ করেও প্রত্যাহার বিজেপির

জম্মু ও কাশ্মীরের নির্বাচনে প্রার্থী তালিকা তুলে নিল বিজেপি। সম্প্রতি সঙ্গে সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নিল মোদী-শাহেরা। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে শীঘ্রই নতুন তালিকা ঘোষণা করা হবে বলে দলের তরফে জানা গিয়েছে।

Advertisements

নবান্ন অভিযান অবৈধ, বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে, কটাক্ষ কুনালের

   

তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হতে চলেছে নির্বাচন। সেদিকে নজর রেখে দফায় দফায় বৈঠকের পর সোমবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

মেয়াদ শেষের আগেই ছাঁটাই ভারতে কর্মরত ২ বাংলাদেশি কূটনীতিক

যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যেখানে দেখা যায় ৪৪ প্রার্থীর মধ্যে ১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়। তারমধ্যে আট জনকে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলি থেকে প্রার্থী করা হয়েছে।

Advertisements

আগামীকাল সাংবাদিকদেরও আইন চাই, তাই চিকিত্সকদের জন্য পৃথক আইনের দাবি মানবে না কেন্দ্র

এছাড়াও কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির। অন্যদিকে, কাশ্মীরে বিজেপির বিরুদ্ধে লড়তে ইতিমধ্যে জোট গঠন করেছে কংগ্রেস, ওমর আবদুল্লাহের এনসি ও মেহবুবা মুফতির পিডিপি। প্রথমে ভোটে লড়াই থেকে নিজে বিরত থাকতে চেয়েছিলেন এনসি প্রধান ওমর আবদুল্লাহ। কিন্তু সমর্থকেরা ফারুখ আবদুল্লাহের দ্বারস্থ হওয়ায় রাজি হন ওমর।