Tripura: প্রত্যাশিতভাবে ত্রিপুরা থেকে সাংসদ শূন্য হলো সিপিআইএম

২০১৮ সালে ত্রিপুরায় (Tripura) টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসন শেষ হয়। এ রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসে। এরপর লোকসভার দুটি আসনেই জয়ী হয় বিজেপি।…

২০১৮ সালে ত্রিপুরায় (Tripura) টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসন শেষ হয়। এ রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসে। এরপর লোকসভার দুটি আসনেই জয়ী হয় বিজেপি। তবে ব্যাপক রিগিং অভিযোগে দেশ জুড়ে আলোড়ন ছড়িয়েছিল। এবার রাজ্যসভার একটি আসনে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে জয়ী শাসক দল। প্রত্যাশিতভাবেই এই রাজ্য থেকে সাংসদ শূন্য হয়ে গেল প্রধান বিরোধী দল সিপিআইএম।

ত্রিপুরার রাজ্যসভায় আসন সংখ্যা একটি। ২০১৬ সালে ওই আসনে জয়ী হয়েছিলেন সিপিআইএম-এর ঝর্ণা দাস বৈদ্য। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপির তরফে ঝর্না দাস বৈদ্যকে সরাসরি দল পরিবর্তনের আহ্বান জানানো হয়। তৎকালীন বাম সাংসদের অভিযোগ, অমিত শাহ এই ‘অফার’ দিয়েছিলেন। তবে সিপিআইএম সাংসদ তা প্রত্যাখ্যান করেন।

বামফ্রন্টের টানা আড়াই দশকের শাসনের পর ত্রিপুরায় এখন বিজেপি আইপিএফটি জোট সরকার। বিজেপির তরফে রাজ্যসভায় গেলেন দলটির প্রদেশ সভাপতি মানিক সাহা। পরাজিত হলেন সিপিআইএমের ভানুলাল সাহা। তিনি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী। জয়ী মানিক সাহা ৪০টি ভোট পেয়েছেন। অন্যদিকে, ভানুলাল সাহা পেয়েছেন ১৫টি ভোট।

রাজ্যসভা নির্বাচনে জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লিখেছেন, “ত্রিপুরা থেকে প্রথম বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার জন্য ডঃ মানিক সাহাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনায় ত্রিপুরার জনগণের কল্যাণে সংসদের উচ্চকক্ষে আন্তরিকভাবে কাজ করবেন।”