UP Election 2022: ‘খুব সহজে দল জিতবে’, আত্মবিশ্বাসী বিজেপি নেতা

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২-এর প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে। এদিন প্রথম দফায় মোট ৫৮ টি আসনে ভোট গ্রহণ চলছে। প্রথম দফার…

UP Election 2022: 'খুব সহজে দল জিতবে', আত্মবিশ্বাসী বিজেপি নেতা

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২-এর প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে। এদিন প্রথম দফায় মোট ৫৮ টি আসনে ভোট গ্রহণ চলছে। প্রথম দফার নির্বাচনে ১১টা পর্যন্ত সকাল ১১টা পর্যন্ত ২০.০৩ শতাংশ ভোট পড়েছে উত্তরপ্রদেশে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং বৃহস্পতিবার আত্মবিশ্বাসের সুরে বলেছেন যে, ‘বিজেপি এবার উত্তর প্রদেশে খুব সহজে জিতবে। উন্নয়ন, কোভিড-১৯ ব্যবস্থাপনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যোগী আদিত্যনাথের সরকারের ভূমিকা অতুলনীয়।

Advertisements

উল্লেখ্য, বৃহস্পতিবার এই প্রথম দফায় ১১টি জেলার মোট ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। মথুরা, মুজফ্ফরনগর, মিরুট, গাজিয়াবাদ, বুলন্দশহর, হাপুর, শামলি, বাগপত, আলিগড়, আগ্রা এবং গৌতম বুদ্ধ নগরে ভোট হচ্ছে। এদিনের ভোটে ৬২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া উত্তরপ্রদেশের ৬ জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা। এদিন তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ২৭ লক্ষ ভোটার। আগামী ১০ মার্চ বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর কথা।