আগামী বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জোরকদমে প্রচার চলছে। এই পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিহার নির্বাচনে এনডিএ (NDA) জোট লড়াই করছে নীতীশ কুমারের নেতৃত্বে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত শাহকে প্রশ্ন করা হয়, যদি এনডিএ নির্বাচনে জয়লাভ করে, তাহলে কি নীতীশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে? উত্তরে অমিত শাহ বলেন, “আমি কে, যে কাউকে মুখ্যমন্ত্রী বানাবো? এতগুলো দল রয়েছে জোটে। নির্বাচনের পর আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব। তবে এখন আমরা নীতীশ কুমার জির নেতৃত্বেই নির্বাচন লড়ছি।”
এই বক্তব্যে স্পষ্ট, বিজেপি এখনও পর্যন্ত নীতীশ কুমারকেই এনডিএ-র মুখ হিসেবে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামছে। যদিও মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনও চূড়ান্ত প্রতিশ্রুতি অমিত শাহ দেননি, তবে বর্তমান পরিস্থিতিতে নীতীশ কুমারের নেতৃত্বে দল যে ঐক্যবদ্ধ রয়েছে, তা বারবার উঠে এল তাঁর কথায়।
নীতীশ কুমার বিহারের রাজনীতিতে এক অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন ধরেই তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। উন্নয়ন, শিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়। যদিও মাঝেমধ্যে দলবদল ও অবস্থান পরিবর্তনের কারণে তিনি সমালোচিতও হয়েছেন, তবে এখনো পর্যন্ত তিনি এনডিএ-র অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
বিজেপি ও জেডিইউ (JDU) বহু বছর ধরেই জোটে একসঙ্গে কাজ করছে। যদিও মাঝখানে কিছু মতানৈক্য তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে ফের একজোট হয়েই তারা ভোটের লড়াইয়ে নামছে। অমিত শাহের বক্তব্যে সেই ঐক্যেরই প্রতিফলন দেখা গেল।
অমিত শাহ তাঁর মন্তব্যে অত্যন্ত কৌশলীভাবে রাজনীতির চিত্রটা তুলে ধরেছেন। তিনি কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি যে নিতীশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, তবে নির্বাচনের আগে তাঁকে নেতৃত্বে রেখে যে বিজেপি আত্মবিশ্বাসী, তা পরিষ্কার। তাঁর বক্তব্য, “নির্বাচনের পরে সব দল মিলে সিদ্ধান্ত নেবে কে মুখ্যমন্ত্রী হবেন।”