নয়াদিল্লি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ভারতকে বিশ্বের অন্যতম প্রধান ‘গ্রোথ ইঞ্জিন’ বা প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে অভিহিত করার পর ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বিশেষ করে ভারতের তৃতীয় প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ায় শুক্রবার ভারতীয় জনতা পার্টি (BJP) রাহুল গান্ধীকে লক্ষ্য করে কড়া আক্রমণ শানিয়েছে। বিজেপির দাবি, রাহুল গান্ধী বারবার ভারতীয় অর্থনীতিকে ‘মৃত’ বলে যে প্রচার চালাচ্ছিলেন, আইএমএফ-এর এই প্রতিবেদন তাঁর সেই দাবিকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছে।
বিজেপির আক্রমণ ও ‘পিনোকিও’ কটাক্ষ
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রাহুল গান্ধীকে লক্ষ্য করে বলেন যে, ভারতের অর্থনীতি নিয়ে আইএমএফ-এর এই ইতিবাচক বার্তা রাহুল গান্ধীর জন্য সত্যিই ‘ভয়াবহ সংবাদ’। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন যে, ভারত ভেঙে পড়ার বদলে বৈশ্বিক মন্দার মধ্যেও স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স করছে যা কংগ্রেস নেতৃত্বের হতাশাবাদী মানসিকতাকে বিশ্বের দরবারে উন্মোচিত করেছে।
অন্যদিকে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীকে ‘আধুনিক যুগের পিনোকিও’ এবং ‘ভারত বদনামি ব্রিগেডের নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, আইএমএফ আবারও তথ্য-প্রমাণের ভিত্তিতে রাহুল গান্ধীকে ফ্যাক্ট-চেক করেছে কারণ তিনি বিদেশে গিয়ে ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে বলে অপপ্রচার চালিয়েছিলেন যা এখন বিশ্বমঞ্চে হাস্যকর প্রমাণিত হচ্ছে।
আইএমএফ-এর পর্যবেক্ষণে ভারতের শক্তি bjp slams rahul gandhi over imf
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইএমএফ-এর কমিউনিকেশনস ডিরেক্টর জুলি কোজাক জানিয়েছেন যে, ২০২৫ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে অত্যন্ত জোরালো এবং ভারত বর্তমানে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানান যে, আইএমএফ-এর ‘আর্টিকেল ৪ স্টাফ রিপোর্ট’ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধির হার হবে ৬.৬ শতাংশ যা মূলত অভ্যন্তরীণ শক্তিশালী চাহিদার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি হওয়ায় বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভারতের ওপর অনেক বেশি আস্থাশীল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের এই ধারাবাহিক উত্থান কেবল দক্ষিণ এশিয়ায় নয় বরং সমগ্র বৈশ্বিক বাজারে একটি স্থিতিশীল এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও বিশেষভাবে আকৃষ্ট করছে।
Bharat: The IMF has hailed India as a key global growth engine with stronger-than-expected Q3 results. Following this report, the BJP launched a scathing attack on Rahul Gandhi for his “dead economy” remarks. Read the full political and economic analysis.


