দেহরাদুন: গত শনি এবং রবিবার উত্তরাখন্ডের সরকারি চাকরির পরীক্ষা UKSSSC-তে চরম গাফিলতি এবং প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিজেপি (BJP) শাসিত রাজ্য উত্তরাখন্ড। রাজধানীতে ধর্নায় বসেন হাজারও পরীক্ষার্থী। এবার পরীক্ষার গাফিলতি এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ২৪ সেপ্টেম্বরের ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের (SIT) হাতে তুলে দিয়েছে উত্তরাখন্ড সরকার।
পরীক্ষার্থীদের অভিযোগ শোনা এবং তথ্য সংগ্রহের জন্য জনসাধারণের সঙ্গে বৈঠক করবেন তদন্তকারী আধিকারিকেরা বলে জানা গিয়েছে। ২৭ তারিখ, শনিবার হরিদ্বারের জেলা কালেক্টরেটের কনফারেন্স হলে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই মর্মে বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ২৯ সেপ্টেম্বর একই সময়ে টিহরী গাড়োয়াল জেলার কালেক্টরেটের কনফারেন্স হলেও বৈঠক কড়া হবে বলে জানা গিয়েছে।
২০২৫ স্নাতক স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা যা UKSSSC-দ্বারা সংঘটিত হয়, তার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরীক্ষার্থী সহ অভিভাবকেরা নিজেদের প্রশ্ন এবং অভিযোগ জানাতে পারবেন এই বৈঠকে। তদন্তকারীদের প্রশ্ন করতে পারবেন বিভিন্ন কোচিং সেন্টার এবং জনপ্রতিধিনিরাও।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ধামীর বার্তা
যুব সম্প্রদায় এবং পরীক্ষার্থীরা যেন আন্দোলনের স্বার্থে কোনও ফাঁদ বা কারও প্ররোচনায় পা না দেন, সেইদিক থেকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Puskar Singh Dhami)। শুক্রবার তিনি বলেন, “আমি যুব সম্প্রদায়কে বলতে চাই, কারা আপনাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তা ভালো করে যাচাই করে দেখুন। নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে যেন কেউ ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখুন। আমরা এর আগে সম্পূর্ণ স্বচ্ছভাবে ২৫,০০০ চাকরির নিয়োগ করেছি। আগামীতেও তাই করব”।
সেইসঙ্গে, রাজ্যসরকারকে নিশানা করতে পরীক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে অভিযোগে দুঃখপ্রকাশ করেন ধামী। তিনি বলেন, “রাজনীতির স্বার্থে অনেকেই পরীক্ষার্থী এবং যুব সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করছেন। এটা দুর্ভাগ্যজনক।” মূলত, ধামীর এই বক্তব্য কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ উত্তরাখন্ড বেরোজগার সংঘ এবং স্বভিমান মোর্চার ববি পানওয়ার এবং ত্রিভুবন চৌহানকে উদ্দেশ্য করেই, মনে করছেন রাজনীতিকরা।
রাহুলের “পেপার চোর” কটাক্ষ
এদিন ধামীর নামোল্লেখ না করলেও সমজমাধ্যমে সরকারি পরীক্ষায় কারচুপি ও প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্সে (X) ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস (Congress) নেতা “দেশের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস করে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি। উত্তরাখন্ডের UKSSSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তারই উদাহরণ”। সেইসঙ্গে, যুব সম্প্রদায় রাস্তায় নেমে “পেপার চোর, গদি ছোড়” (পেপার চোর, গদি ছাড়ুন) বলে স্লোগান দিচ্ছে বলে দাবি করেন সাংসদ।