“BJP-RSS মনে করে ভারতের একটাই ধর্ম!” ওয়েইসির তোপ

নয়াদিল্লি: নবরাত্রি, দুর্গাপুজোর আবহে ‘আই লাভ বিতর্কে’ উত্তাল দেশের একাধিক রাজ্য। হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে ফের কাঠগড়ায় সংখ্যালঘুরা। এই প্রসঙ্গে BJP-RSS-কে বিঁধলেন AIMIM-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “ভারতের কোনও নির্দিষ্ট ধর্ম নেই। সংবিধানও তাই বলে। আমরা সব ধর্মে বিশ্বাসী। কিন্তু RSS-BJP মনে করে ভারতের একটাই ধর্ম”।

Advertisements

‘আই লাভ মহম্মদ বিতর্কে এর আগেও মন্তব্য করেছেন AIMIM-প্রধান। তাঁর মতে সমাজমাধ্যমে ‘আই লাভ মহম্মদ’ লেখা কোনও অন্যায় নয়। গেরুয়া শিবির নিজেদের স্বার্থে এই নিয়ে ইস্যু তৈরি করে মুসলিম সম্প্রদায়কে কালিমালিপ্ত করতে চাইছে বলে আগেও তোপ দেগেছেন তিনি। এদিন ওয়েইসি বলে, এই দেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। প্রত্যেক জাতি এখানে গর্বের সঙ্গে বসবাস করে।

   

“মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন নবী মহম্মদ। তাঁর জন্যই আমরা মুসলিম। সর্বোপরি সংবিধানের আর্টিকেল ২৫ আমাদের সেই স্বাধীনতা দেয়”। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শুরু হওয়া ‘আই লাভ মহম্মদ’ বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের একাধিক রাজ্যে।

বারেলি সহ পশ্চিমবঙ্গ, বিহারেও গ্রেফতার একাধিক

সম্প্রতি এই নিরিখে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে যোগী-রাজ্যের বারেলি। মহারাষ্ট্রেও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের। গত ২৬ সেপ্টেম্বর বারেলির সংঘর্ষের অভিযোগে মঙ্গলবার মৌলানা মহসিন রাজাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবারের নামাজের পর বারেলির আলা হজরত দর্গা এবং ইত্তেহাদ মিলাত কাউন্সিলের প্রধান মৌলানা তৌকার রাজা খানের বাড়ির সামনে জমায়েতে “আই লাভ মহম্মদ” প্ল্যাকার্ড থেকেই বিতর্কের সূত্রপাত হয়।

Advertisements

উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ করে পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে বারেলি পুলিশের ডিআইজি অজয় কুমার সাহানি বলেন, মূল ষড়যন্ত্রকারী মৌলানা তোউকার রাজাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ সাপেক্ষে একইরকম ঘটনার অভিযোগে পশ্চিমবঙ্গ, বিহার থেকেও একধিক বিক্ষভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি অজয় কুমার সাহানি।

তিনি বলেন, “এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং রীতিমত ষড়যন্ত্র করে আটঘাট বেঁধেই বিভিন্ন রাজ্যে আই লাভ মহম্মদ প্ল্যাকার্ড নিয়ে হিংসা ছড়ানো হচ্ছে”। মঙ্গলবার থেকেই বারেলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন কড়া হয়েছে বলে জানা গিয়েছে।

‘I love Mohammad’ নিয়ে যোগী আদিত্যনাথ

ঘটনার তীব্র নিন্দা করে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “বোকাদের মত কাজ হচ্ছে”। যোগী বলেন, ‘যারা এইভাবে প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়াচ্ছেন, তাঁরা নিজেরাই নিজেদের ধর্মকে ছোট করছেন। মানুষের শ্রদ্ধা-বিশ্বাস রাস্তায় প্রদর্শন করার জিনিস নয়। ছোট বাচ্চাদের হাতে আই লাভ মহম্মদের প্ল্যাকার্ড ধরিয়ে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সমাজে হিংসা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই করে তাঁরা ওই শিশুদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে”।