Sunday, December 7, 2025
HomeBharatমহাগঠবন্ধনের পোস্টারে নেই রাহুল গান্ধী, কংগ্রেসকে তোপ বিজেপির

মহাগঠবন্ধনের পোস্টারে নেই রাহুল গান্ধী, কংগ্রেসকে তোপ বিজেপির

- Advertisement -

বৃহস্পতিবার মহাগঠবন্ধনের প্রেস কনফারেন্সের পোস্টারে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অনুপস্থিতিকে কেন্দ্র করে বিজেপি কঠোর সমালোচনা শুরু করেছে। পোস্টারে সবচেয়ে বড় ছবি ছিলো আরজেডি প্রধান তেজস্বী যাদবের, যিনি কেন্দ্রে স্থান পেয়েছেন। কিন্তু রাহুল গান্ধীর কোনও ছবি বা উল্লেখ ছিলো না, যা নিয়ে রাজনৈতিক মহলে সরগরম আলোচনা শুরু হয়েছে। পাটনার হোটেল মাউরিয়াতে সকাল ১১টায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের পোস্টারে তেজস্বী যাদবের মুখ্য চরিত্রে থাকার বিষয়টি পরিষ্কার, যা স্বভাবতই কংগ্রেসের জন্য এক বড় আঘাত হিসেবে দেখা হয়েছে। বিজেপির নেতারা এ ঘটনা নিয়ে সরাসরি আক্রমণাত্মক টুইট ও বক্তব্য করেছেন।

বিজেপি (BJP) নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছিলেন, “গতকাল পর্যন্ত বলা হচ্ছিল রাহুল গান্ধী হচ্ছেন মুখ্য নেতা, কিন্তু আজ দেখছি কংগ্রেসের প্রতি কোনও শ্রদ্ধা আর নেই। এই মহাগঠবন্দনে কোনও লক্ষ্য নেই, কোনও দৃষ্টিভঙ্গি নেই, শুধু বিভ্রান্তি, বিভাজন আর পদপ্রাপ্তির লোভ।” তিনি আরও যোগ করেন, “এখনো পর্যন্ত কেউ প্রার্থী চূড়ান্ত করেননি। এটা স্পষ্ট যে, এই জোটে কোনও দৃঢ় নেতৃত্ব নেই।”

   

আরেক বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বকে আরজেডি ‘অপমানিত’ করেছে। মহাগঠবন্দনের পোস্টারে রাহুল গান্ধীর কোনও ছবি নেই। এটা স্পষ্ট করে যে তেজস্বী যাদব ও তার সমর্থকেরা রাহুল গান্ধীর নেতৃত্বকে উপেক্ষা করছেন। আরজেডি ও কংগ্রেসের মধ্যে চলমান অন্দরে এখনো কোনও সমাধান হয়নি।”

এদিকে, আরজেডি সূত্রের খবর, মহাগঠবন্দনের সব দল তেজস্বী যাদবকে একক নেতৃত্ব হিসেবে মেনে নিয়েছে এবং দুপুরে একটি আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, তেজস্বী যাদবের নেতৃত্বে নতুন নির্বাচনী প্রচারাভিযানের স্লোগান ‘চলো বিহার’ ঘোষণারও প্রস্তুতি চলছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular