লোকসভা ভোটের মাঝেই রাজ্যে বিধানসভা ভোট, প্রার্থী তালিকা ঘোষণা করল BJP

bjp

লোকসভা ভোটের মাঝেই বিধানসভা ভটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। জানা গিয়েছে, আজ বুধবার আসন্ন অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

Advertisements

বিজেপির তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মুটো (এসটি) বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অরুণাচল প্রদেশে ৬০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গত ১১ মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই তালিকা অনুমোদন করা হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের নেতৃত্বে ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এছাড়া মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।  

   
Advertisements