ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই BJP ছাড়লেন সাংসদ

bjp

লোকসভা ভোটের আগে এবার জোরদার ধাক্কা খেল বিজেপি (BJP)। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এবার দল থেকে ইস্তফা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অজয় প্রতাপ সিং (Ajay Pratap Singh)।

মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন অজয় প্রতাপ সিং। অজয় প্রতাপ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্য সভাপতি ভিডি শর্মার কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং তার একটি কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বিজেপি মধ্যপ্রদেশের ২৯ টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। কিন্তু অজয় প্রতাপ সিংকে টিকিট দেওয়া হয়নি।

   

বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে লেখা এক চিঠিতে প্রতাপ সিং বলেন, “আমি দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।” যদিও চিঠিতে পদত্যাগের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি তিনি। 

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন