JP Nadda: ‘পরাজয়ের ভয়ে কংগ্রেস ভুলভাল বকছে’, আক্রমণ নাড্ডার

২০২৪ সালের লোকসভা ভোটের আগে এবার কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর দফতর। এর…

jp nadda

২০২৪ সালের লোকসভা ভোটের আগে এবার কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর দফতর। এর বিরুদ্ধে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী।

কংগ্রেসের হেভিওয়েটরা আয়কর বিভাগের পদক্ষেপকে তীব্র আক্রমণ করেছিলেন এবং এটিকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে অভিহিত করেছিলেন। রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিচ্ছেন।’ যদিও কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা এক্স-এ পোস্ট করে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা জবাব দেন।

   

জেপি নাড্ডা জানান, ‘কংগ্রেসকে জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। এছাড়া ঐতিহাসিক পরাজয়ের আশঙ্কায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখেন এবং গণতন্ত্র ও সংবিধানের বিরুদ্ধে আওয়াজ তোলেন। নিজেদের অপ্রাসঙ্গিকতার জন্য ‘আর্থিক সমস্যা’কে দায়ী করছেন তাঁরা। বাস্তবে তাদের দেউলিয়াত্ব নৈতিক ও বুদ্ধিবৃত্তিক, আর্থিক নয়। নিজেদের ভুল সংশোধনের পরিবর্তে কংগ্রেস কর্তৃপক্ষকে তাদের সমস্যার জন্য দোষারোপ করছে। কংগ্রেসের আংশিক সময়ের নেতারা বলছেন যে ভারতের গণতন্ত্র হওয়া মিথ্যা – আমি কি বিনীতভাবে তাদের স্মরণ করিয়ে দিতে পারি যে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে মাত্র কয়েক মাসের জন্য ভারত গণতন্ত্র ছিল না এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ ছিলেন না।’