“বিহারে বিজেপির জয় নিশ্চিত”, দাবি গিরিরাজের, এবার লক্ষ্য বাংলা

bjp-poised-for-bihar-win-bengal-is-next-frontline-says-giriraj-singh

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে গণনার প্রাথমিক ধারা দেখে আত্মবিশ্বাসে উজ্জ্বল হয়ে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) । শুরু থেকেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকায় তিনি দাবি করেন, এই জয় “সম্পূর্ণভাবেই বিজেপির জয়।” তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারে যে উন্নয়নের ধারা গড়ে উঠেছে, তার প্রতিফলনই এই ভোটফল দেখাচ্ছে।

Advertisements

বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেন, “বিহারের মানুষ উন্নয়ন চান, স্থিতিশীল সরকার চান। তাই তাঁরা বিজেপি ও এনডিএ-কে এমন পরিষ্কার বার্তা দিয়েছেন।” তিনি আরও জানান, প্রথম দফার গণনার সূচনাতেই যে ধারা দেখা গিয়েছে, তা থেকেই বোঝা যাচ্ছে ভোটাররা পালাবদলের চেয়ে ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, “এই জয় আমাদের। প্রধানমন্ত্রী মোদি যে কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, সেগুলো মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। বিহারের মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছেন।”

   

তবে বিহার জয় নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি শুধু বারের জন্য সন্তুষ্ট থাকেননি। তাঁর লক্ষ্যপানে এবার তীর ছুটেছে পশ্চিমবঙ্গের দিকে। তিনি দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “বিহারে যেমন আমরা জয় পাচ্ছি, বাংলাতেও সেই জয়ের ধারা তৈরি হবে। বিহারের মতোই বাংলার মানুষ পরিবর্তন চান।” তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বর্তমান সরকার নাকি “অরাজকতা” ও “দুর্নীতি”কে প্রশ্রয় দিচ্ছে। গিরিরাজ সিং-এর দাবি, এই পরিস্থিতিতে বিজেপিই একমাত্র বিকল্প শক্তি, যারা রাজ্যে স্থিতিশীলতা ও উন্নয়ন ফেরাতে সক্ষম।

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গিরিরাজ সিং-এর মন্তব্য মূলত বিজেপির আত্মবিশ্বাসের প্রতিফলন, যা বিহার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে আরও তীব্র হয়েছে। বিহারে বিজেপি ও এনডিএর এগিয়ে থাকার খবর দলীয় শীর্ষস্তরকে যেমন শক্তি জুগিয়েছে, তেমনি কর্মীদের মনোবল বাড়িয়েছে। গিরিরাজ সিং-এর বক্তব্য সেই আত্মবিশ্বাসকে আরও উস্কে দিচ্ছে যে আগামী বড় লড়াই হবে বাংলাতে, যেখানে বিজেপি গত কয়েকটি নির্বাচনে উল্লেখযোগ্য উত্থান দেখিয়েছে।