News Desk: আগরতলা পুরনিগম সহ ত্রিপুরার (Tripura) সবকটি পুর ও নগরপঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট প্রাপ্তিতে চমক। পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রধান বিরোধী দল সিপিআইএমের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আবার কোথাও বামেদের ঘাড়ে নিশ্বাস ফেলেছে তারা। গণনার ফলে নিশ্চিত শাসক বিজেপির দখলে আগরতলা পুরনগিম।
বিরোধী শূন্য পুরনিগম। তেমনই রাজ্যের অন্যান্য পুর ও নগর পঞ্চায়েত ভোটেও বিজেপির রমরমা। সর্বত্র শাসক দলের জয় অব্যাহত। বিরোধী দল সিপিআইএমের পরাজয় চলছেই। তাৎপর্যপূর্ণ, বিভিন্ন নগর পঞ্চায়েত ও পুরসভাতেও সিপিআইএমের ঘাড়ে হামলে পড়েছে তৃণমূল কংগ্রেস।
যদিও ত্রিপুরার পুর ও নগর পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস ও রিগিং অভিযোগে বিদ্ধ শাসক বিজেপি। ভোটে সংঘর্ষ হামলার জেরে সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে নিরাপত্তার নির্দেশ দিতে বলেছিল। ভোট পরবর্তী হামলাতেও সন্ত্রস্ত রাজ্য। অভিযোগ, পশ্চিমবঙ্গে যেমন পঞ্চায়েত ভোটে টিএমসি ভোট সন্ত্রাস করেছিল সেই একই পথ নিয়েছে ত্রিপুরায় বিজেপি। বাংলাভাষী প্রধান দুই রাজ্যে দুই দল ক্ষমতায়।
আগরতলায় তৃ়ণমূলের ভোট যুদ্ধে চমক পশ্চিমবঙ্গেও। দলনেত্রীর হাসি চওড়া। তেমনই বুক শুকিয়েছে বামেদের। কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভান শূন্য হলেও ত্রিপুরায় তারা বিরোধী দল।