ভোটের মুখে হামলার শিকার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

ভোটের মুখে হামলার মুখ থেকে বাঁচলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (BJP)। বৃহস্পতিবার এক অজ্ঞাত পরিচয় মহিলা ফড়নবীশের দফতরে ভাঙচুর করেন। কোনওরকম অনুমতি ছাড়াই কড়া নিরাপত্তায় মোড়া ওই বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সোজা ছ’তলায় চলে যান তিনি।

সেখানে গিয়েই তিনি ভাঙচুর করা শুরু করেন। প্রথমেই তিনি ফড়নবীশের নেমপ্লেটটি মাটিতে ছুঁড়ে ফেলেন এবং বেশ কয়েকটি গাছের টবও ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে এসবই দেখা গেছে।

   

ঘটনাস্থলে দেখা গিয়েছে যে বেশকিছু মাটির টবও মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার পরে উপ-মুখ্যমন্ত্রীর অফিসের কর্মী এবং পুলিশকর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করলেও, তিনি দক্ষিণ দিকের দরজা দিয়ে পালিয়ে যান। ওই মহিলা ব্যক্তিগত কিছু সমস্যার কারণে মানসিকভাবে অত্যন্ত হতাশ ছিলেন। সেই আক্রোশ থেকেই তিনি হয়তো এই হামলার পরিকল্পনা করেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। হামলাকারী ওই মহিলাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ।

কড়া নিরাপত্তায় মোড়া মন্ত্রকের ভেতরে ওই মহিলা কীভাবে প্রবেশ করলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ভাঙচুর করার সময় তিনি ফড়নবীশের বিরুদ্ধে স্লোগানও দেন, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে ভোটের আগে নানান ইস্যুতে কোনঠাসা মহাদ্যুতি জোট। আর এই জোটের অন্যতম শরিক বিজেপি। সম্প্রতি কৃষক আত্মহত্যা থেকে শিবাজি মূর্তি পতন। নানান ইস্যুতে বিদ্ধ একনাথ শিণ্ডের সরকার। একদিকে উপমুখ্যমন্ত্রী এনসিপি নেতা অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবীশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বেড়ে চলেছে প্রতিনিয়তই। যা নিয়ে একরকম অশান্ত এই মুহূর্তে মারাঠা রাজনীতি। তারমধ্যে এই হামলার পেছনে বিরোধী কিংবা জোট শরিকের চাল রয়েছে কিনা সেটিও ভাবাচ্ছে বিজেপিকে। তবে মুখে না বললেও চিন্তা বাড়ছে ফড়নবীশদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন