বক্তৃতা চলাকালীন আচমকা বুকে ব্যথা! মর্মান্তিক পরিণতি বিজেপির হেভিওয়েট নেতার

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ (BJP) কর্মসূচি চলছিল। যোগ দিয়েছিলেন বিজেপির একাধিক নেতা সহ কর্মী-সমর্থকরা। আচমকাই বিপত্তি! বুকে ব্যথা শুরু হয় এক হেভিওয়েট নেতার। কিছুক্ষণের মধ্যে…

bjp-leader-dies-in-protest-against-congress-governments-petrol-and-diesel-price-hik

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ (BJP) কর্মসূচি চলছিল। যোগ দিয়েছিলেন বিজেপির একাধিক নেতা সহ কর্মী-সমর্থকরা। আচমকাই বিপত্তি! বুকে ব্যথা শুরু হয় এক হেভিওয়েট নেতার। কিছুক্ষণের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে (BJP) পড়েন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি কর্নাটকের।

কর্নাটক বিজেপি সূত্রে খবর, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমবি ভানুপ্রকাশের। আচমকাই মাথা ঘুরে পড়ে যান ভানুপ্রকাশ। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

   

কর্নাটকে বিজেপির প্রধান বিওয়াই বিজেন্দ্র এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত বিজেপির কাজ করে গিয়েছেন ভানুপ্রকাশ। তাঁর মৃত্যুর পর দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিধান পরিষদের প্রাক্তন সদস্য ভানুপ্রকাশ বিজেপি জেলা সহ-সভাপতি এবং জেলা সভাপতি ছিলেন।

বড় চমক! ওয়েনাড থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী

দিন কয়েক আগেই কর্নাটক সরকার এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম লিটারে ৩ টাকা করে বাড়িয়েছে। কর্নাটক সরকার পেট্রোলের সেলস ট্যাক্স ২৫.৯২ শতাংশ থেকে বাড়িয়ে ২৯.৮৪ শতাংশ করেছে। একইসঙ্গে ডিজেলের সেলস ট্যাক্সও ১৪.৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৮.৪ শতাংশ করেছে।

সেই কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গিয়েছে। ১৬ জুন সকাল ৬টা থেকেই কর্নাটকজুড়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে। এই দাম বৃদ্ধির বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৯.৮৪ টাকা লিটার থেকে বেড়ে হয়েছে ১০২.৮৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫.৯৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৮.৯৫ টাকা।

‘রিল বানাতেই ব্যস্ত থাকেন’, মোদীর রেলমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধীদের

কর্নাটকের অর্থ দফতরের বক্তব্য, সেলস ট্যাক্স বাড়ানোর ফলে রাজ্যের রাজস্ব আয় বাড়বে। ফলে আখেরে লাভ হবে রাজ্যবাসীর। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে। অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন গেরুয়া শিবির।