‘গরু খেয়েও হাতে ধরেছেন শিবের ছবি’, রাহুলকে তোপ BJP-র বড় নেতার

‘যারা গো মাংস ভক্ষণ করে তাঁরাই সংসদে দাঁড়িয়ে ভগবান শিবের ছবি দেখান।’ এমনই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন এক বিজেপি (BJP) নেতা। লোকসভার বিরোধী দলনেতা…

‘যারা গো মাংস ভক্ষণ করে তাঁরাই সংসদে দাঁড়িয়ে ভগবান শিবের ছবি দেখান।’ এমনই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন এক বিজেপি (BJP) নেতা। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)  নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি প্রধান সিপি যোশী।

দৌসা জেলায় এক দলীয় সভায় জোশী (CP Joshi) বলেন, “যাঁরা গরুর মাংস খান, তাঁরা সংসদে ভগবান শিবের ছবি দেখান।” কয়েকদিন আগেই সংসদ অধিবেশনের সময় রাহুল গান্ধীকে ভগবান শিবের ছবি হাতে সংসদে বক্তব্য পেশ করতে দেখা ও শোনা গিয়েছিল। সেজন্য এবার রাহুলকে নিয়ে সিপি যোশীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে।

   

কারও নাম না করে সিপি যোশী আরও বলেন, ‘ভারত-চিন লড়াইয়ে আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা রয়েছে এবং রাহুল গান্ধী চিনা রাষ্ট্রদূতের সঙ্গে বসেন। যাঁরা গরুর মাংস খান, তাঁরা মহাদেবের ছবি সংসদে নিয়ে আসেন। এটা বরদাস্ত করা যায় না।’ বিজেপির রাজ্য সভাপতির মতে, ‘কেউ যদি হিন্দুদের সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে, তাদের হিংস্র বলে অভিহিত করে এবং রাম মন্দির নির্মাণের বিরোধিতা করে, আমরা কি চুপ করে থাকব? আমরা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি, তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গায়ের রং নিয়ে যাঁরা মজা করেন, তাঁরা সাফল্য পেতে থাকবেন।’

উল্লেখ্য, গত ১ জুলাই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বিতর্ক চলাকালীন রাহুল গান্ধী ভগবান শিব, গুরু নানক এবং যিশু খ্রিস্টের ছবি দেখিয়েছিলেন। নির্ভীকতার গুরুত্ব বোঝাতে তিনি হিন্দুধর্ম, ইসলাম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের কথা উল্লেখ করেন।