চলমান লোকসভা ভোটের মুখে ফের অস্বস্তিতে বিজেপি (BJP)। চতুর্থ দফার ভোটের আগে এবার গ্রেফতার হলেন বিজেপির এক হেভিওয়েট নেতা। জানা গিয়েছে, কর্ণাটকের চিত্রদুর্গা থেকে বিজেপি নেতা তথা আইনজীবী দেবরাজে গৌড়াকে শারীরিক হেনস্থা ও যৌন হেনস্থার অভিযোগে শুক্রবার হিরিউর থেকে পুলিশ হেফাজতে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে চিত্রদুর্গ যাওয়ার পথে তাকে হেফাজতে নেয় হিরিউর থানার পুলিশ আধিকারিকরা। দেবরাজ গৌড়ার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেন এক মহিলা। অভিযোগকারিনী জানান, “আমার সম্পত্তি বিক্রি করতে সাহায্য করার নাম করে গৌড়া আমাকে ১০ মাস ধরে শোষণ করেছিল।” কর্ণাটকের যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্বলের ভিডিও ফাঁস করার অভিযোগও রয়েছে দেবরাজের বিরুদ্ধে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিট।
দেবরাজ প্রজ্বলের বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে হোলেনারাসিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনিই বিজেপি নেতৃত্বকে সতর্ক করেছিলেন যে হাসানের সাংসদ রেভান্না একাধিক মহিলাকে যৌন হয়রানি করেছেন। এই অবস্থায় তাঁকে লোকসভার টিকিট দেবেন না। ২০২৪ সালের ১ এপ্রিল হাসানের হোলেনারাসিপুরের এক মহিলা গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এতে অভিযোগ করা হয়েছে যে গৌড়া তার সম্পত্তি বিক্রি করতে সহায়তা করার অজুহাতে তাকে দশ মাস ধরে শোষণ করেছিলেন।
Chitradurga, Karnataka | BJP Leader and advocate Devaraje Gowda was taken into custody on Friday by police near Hiriyur in a case of physical harassment and sexual abuse. Hiriyur police took him into custody while he was traveling from Bengaluru toward Chitradurga: Police
— ANI (@ANI) May 11, 2024