লাদেনের সঙ্গে মোদীর তুলনা পাক বিদেশমন্ত্রীর, প্রতিবাদে পথে নামছে বিজেপি

রাষ্ট্রসংঘের সম্মেলন থেকে পাকিস্তানকে কড়া বাক্যে বিদ্ধ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। লাদানের সঙ্গে…

রাষ্ট্রসংঘের সম্মেলন থেকে পাকিস্তানকে কড়া বাক্যে বিদ্ধ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। লাদানের সঙ্গে মোদীর (Modi) তুলনা করেছেন তিনি। পাক বিদেশমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে শনিবার দেশজুড়ে প্রতিবাদে নামছে বিজেপি।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু তাঁর এই মন্তব্য দুই দেশের মধ্যে চলা চাপা আগুনে কার্যত ঘৃতাহুতি দিয়েছে। এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান দীর্ঘ সময় ধরে ওসামা বিন লাদেনকে অতিথি হিসাবে পুষে রেখেছিল। তিনি বলেন, অতিমারি কেটে গেলেও সারা বিশ্ব এখনও ভুলে যায়নি সন্ত্রাসবাদের মূল কোথায়। অন্য কারোর দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের নিজেদের দিকে দেখা উচিত বলে জানিয়েছেন জয়শংকর।

এরপরেই শুক্রবার বিস্ফোরক মন্তব্য করেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যে তাঁর মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে পথে নামতে চলেছে বিজেপি। শনিবার সমস্ত রাজ্যের রাজধানীতে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাবে বিজেপি নেতৃত্ব।