নয়াদিল্লি: চলতি মাসের ১৭ তারিখ ৭৫-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দলের সুপ্রিমো তথা দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনের ‘উপহার’ সাজাতে সাজো সাজো রব বিজেপির অন্দরে। এবছরও ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত “সেবা পাখওয়াডা”(Seva Pakhwada)-র আয়োজন করা হবে। তবে ৭৫ বছর উপলক্ষ্যে দলের তরফ থেকে এই বছর নমোর জন্য থাকবে বিশেষ কিছু ‘চমক’! সূত্রের খবর, ১৬ দিন ব্যাপী এই মহাযজ্ঞের এবার আকর্ষণের কেন্দ্রে থাকবেন খোদ নরেন্দ্র মোদী।
বিজেপি সূত্রে খবর, “বিশেষজ্ঞদের আলোচনাসভার আয়োজন করা হবে। যেখানে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন, কৃতিত্ব, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর কর্মকাণ্ড এবং দলের সঙ্গে নিবিড় সম্পর্কের বিষয়ে বক্তব্য রাখবেন বিজেপির (BJP) নেতৃত্বরা।” উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রীর জন্মদিনে (Modi’s birthday) বিভিন্ন জায়গায় সাফাই অভিযান করেছিল নিজেপি। সেইসঙ্গে দলীয় কার্যালয়ে নরেন্দ্র মোদীর জীবন এবং কৃতিত্ব নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
এক বিজেপি নেতা জানিয়েছেন, এই বছরও জায়গা নির্বাচন করে একাধিক দল গঠন করে সাফাই অভিযান করা হবে। যার মাধ্যমে এলাকাটিও পরিস্কার হবে এবং জনগণের কাছে বার্তাও পৌঁছন যাবে। অন্যদিকে, নরেন্দ্র মোদীর জীবনী সংক্রান্ত বইয়ের ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে। এই কাজে হাত লাগিয়েছেন বিজেপির নেতৃত্বদের নির্বাচিত প্যানেল। পাশাপাশি, নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়েছে। “সেবা পাখওয়াডার” বিভিন্ন অনুষ্ঠানে সেই তথ্যচিত্র দেখানো হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর ভারতীয় জন সংঘের সহ-প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীও উদযাপন করা হবে। গত সপ্তাহে সেবা পাখওয়াডার করমশালায় যোগ দেওয়া এক বরিষ্ঠ বিজেপি নেতা শহরাঞ্চলের পুরসভাগুলিকে “নমো পার্ক” এবং “নমো ভ্যানস” (বনভূমি) তৈরির নির্দেশ দিয়েছেন। যেখানে দর্শকরা বৃক্ষরোপণ করবেন। নমো ভ্যান বা বনভূমির মাধ্যমে ৫০ একর এলাকায় বনভূমি তৈরির পরিকল্পনা রয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
এর আগে “মোদী পার্ক”(Modi Park) এবং “মোদী ভ্যানস”(Modi Vans) নামদুটির প্রস্তাব দিয়েছিল বিজেপি। তবে সেই নিয়ে তীব্র সমালোচনা হওয়ায় নাম দুটি পরিবর্তন করে “নমো পার্ক” এবং “নমো ভ্যানস” করা হয়। সেইসঙ্গে সাতদিন ব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজ্যের স্বাথ্য দফতরের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা (J P Nadda)। ৩ কিলোমিটার এবং ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনের আয়োজন করবে বিজেপির যুব মোর্চা।