পদ্মশ্রী প্রাপক নবতিপর বৃদ্ধকে ঘরছাড়া করল বিজেপি সরকার

বৃহস্পতিবার রাতে দিল্লির এশিয়ান গেমস ভিলেজের বাংলো থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল বিশিষ্ট নৃত্যশিল্পী মায়াধর রাউতকে। শিল্পীর ঘরে থাকা দেশ-বিদেশ থেকে পাওয়া সমস্ত সম্মান ও শংসাপত্রও রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। বাদ যায়নি শিল্পীর পদ্ম সম্মানও। ৯০ বছরের এই শিল্পী পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন। পদ্ম সম্মানপ্রাপ্ত নবতিপর এই শিল্পীর অবস্থা সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই নেটিজেনরা নিন্দায় সরব হয়েছেন।

Advertisements

এই ঘটনার পিছনে শিল্পীর মেয়ে মধুমিতা অবশ্য রাজনৈতিক কারণ দেখছেন। তিনি জানিয়েছেন তাঁর বাবাকে এই বাংলো বরাদ্দ করেছিল রাজীব গান্ধী সরকার। তাই বিজেপির আমলে সেই বাংলো থেকে যে উৎখাত হতে হবে এটা খুবই স্বাভাবিক। তবে ঘর ছাড়ানোর জন্য এ ধরনের হিংস্র আচরণ না করলেই পারতো। সময়মতো জানানো হলে আমরা নিজেরাই ঘর ছেড়ে দিতাম। ঘর থেকে যেভাবে বাবার দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার এমনকী, পদ্মের শংসাপত্র রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তা অত্যন্ত অসম্মানজনক। মধুমিতা আরও বলেন, ভাগ্য ভালো যে ঘটনার সময় আমি বাবার সঙ্গে ছিলাম। বাবা হয়তো এই ধাক্কা সহ্য করতে পারতেন না। হয়তো তিনি হৃদরোগে মারা যেতেন। ভাবা যায় মাঝরাতে একজন ৯০ বছর বয়স্ক মানুষকে ঘরের দরজা খুলতে বাধ্য করে তাঁর জিনিসপত্র ফেলে দেওয়া হচ্ছে।

   
Advertisements

অন্যদিকে কেন্দ্রের দাবি, লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৮ শিল্পীকে দুই মে-র মধ্যে সরকারি আবাসন খালি করতে বলা হয়েছে। ২০১৪ সালেই তাঁদের আবাসনে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তার পরেও তাঁরা সরকারি আবাসন ছাড়েনি।