রাজ্যসভার ১৬ টি আসনে প্রার্থী দিল বিজেপি, দেখুন তালিকা

আগামী ১০ জুন ২২ টি রাজ্যের ৫৭ টি আসনে রয়েছে রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha)। এর মধ্যে ১৬ টি আসনে প্রার্থী দিল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার কারণে যারা…

BJP fielded candidates for 16 Rajya Sabha seats, see list

আগামী ১০ জুন ২২ টি রাজ্যের ৫৭ টি আসনে রয়েছে রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha)। এর মধ্যে ১৬ টি আসনে প্রার্থী দিল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার কারণে যারা অনায়াসে জায়গা পাবেন রাজ্যসভায়। জুলাই মাসের রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজ্যসভার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

এক নজরে দেখুন তালিকা…
উত্তরপ্রদেশ থেকে যারা পেলেন
ডঃ লক্ষ্মীকান্ত বাজপেয়ী
ডঃ রাধামোহন আগরওয়াল
সুরেন্দ্র সিং নগর
বাবুরাম নিশাদ
দর্শনা দিং
সঙ্গীতা যাদব
বিহার থেকে যারা পেলেন
সতীশ চন্দ্র দুবে
শম্ভু শরণ প্যাটেল

কর্ণাটক থেকে যারা পেলেন
নির্মলা সীতারামন
জাগেশ
মহারাষ্ট্র থেকে যারা পেলেন
পীযূষ গোয়েল
অনীল সুখদেওরাও বোন্দে
মধ্যপ্রদেশ থেকে যারা পেলেন
কবিতা পতিদার
উত্তরাখণ্ড থেকে যারা পেলেন
কল্পনা সাইনি
রাজস্থান থেকে যারা পেলেন
জ্ঞানশ্যাম তিওয়ারি
হরিয়ানা থেকে যারা পেলেন
কৃষ্ণ লাল পানওয়ার

৫৭ টি আসনের মধ্যে সর্বাধিক আসনে লড়াই উত্তরপ্রদেশে। যেখানে ১১ জন সদস্য সংসদের উচ্চকক্ষ জায়গা করে নেবেন। যেখানে মহারাষ্ট্রে ৬ টি আসনে লড়াই। তামিলনাড়ুতেও ৬ টি আসনে লড়াই হলেও সেখানে কাউকেই মনোনীত করেনি বিজেপি।

৫৭ টি আসনের মধ্যে ২৩ টি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির। তবে মেয়াদ শেষ হয়ে আসলেও মুখতার আব্বাস নাকভিকে নিয়ে কোনও সিদ্ধান্ত মোদী সরকারের তরফে নেওয়া হয়নি৷