বন্ধুর সঙ্গে একঘরে নিজের বউ, মহিলাকে জুতো পেটার ঘটনায় বিজেপি-কংগ্রেস তরজা

পরকীয়া সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই মহিলার ওপর নির্মম অত্যাচার। মারধরের পর স্বামীকে কাঁধে তুলে ঘোরানোর নির্দেশ গ্রামবাসীদের৷ ঘটিনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিবস জেলায়। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। কংগ্রেসের অভিযোগ সর্বত্র আইন হাতে তুলে নিচ্ছে বিজেপির সমর্থকরা। বিজেপির দাবি এ ঘটনায় তাদের সংযোগ নেই।

পুলিশ সূত্রে খবর, অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল মহিলার৷ গত তিন চার দিন ধরে নিখোঁজ ছিল ওই মহিলা।দিন কয়েক আগেই তাঁর স্বামী উদয়নগর থানায় অভিযোগ জানাতে আসে৷ তার অভিযোগ ছিল, নিজের এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতেই থাকছে তার স্ত্রী। পরে সেই বন্ধুর বাড়িতে উপস্থিত হয় স্বামী। টেনে হিঁচড়ে বের করে আনে৷ তাঁর প্রেমিকের সঙ্গে দেখা মেলে। সেই ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত জনতা মহিলাকে শাস্তি দেয়। বেদম মারধরের পর গলায় জুতোর মালা পরিয়ে কাঁধে স্বামীকে নিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম৷ গ্রামবাসীরাই জুতোর মালা পরাতে এবং স্বামীকে কাঁধে নিয়ে ঘোরার জন্য জোর করেছিল বলে দাবি পুলিশের।

   

গত রবিবার এই ঘটনার পর সদ্য পুলিশের নজরে সেই ঘটনা আসে৷ ইতিমধ্যেই ওই মহিলার স্বামী সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলার তরফে জানানো হয়েছে ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। তখন থেকেই অত্যাচার করতে স্বামী। তাই স্বামীর হাত থেকে পালিয়ে বাঁচতেই সে এই সিদ্ধান্ত নিয়েছিল৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন