সপ্তমবারের জন্য বিজেপি (BJP) গুজরাটের (Gujatat) মসনদ দখল করছে। গুজরাটে কী হতে পারে তা নিশ্চিত ছিল বিজেপি। সরকার গড়তে তৈরি বিজেপি। গত আড়াই দশক ধরে গুজরাটে শাসন চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রতিবারেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এবার নরেন্দ্র মোদীর রেকর্ড ভেঙে গুজরাটে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি।
দিল্লির পুরভোটে টানা ১৫ বছরের ক্ষমতা হারানোর পর গুজরাটে দু দশকের বেশি ক্ষমতা ধরে রাখা এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য। ফলে প্রধানমন্ত্রী মোদীর নিজের ঘর গুজরাটের জয় আরও বেশি পেতে মরিয়া ছিল বিজেপি। ফলাফলে আসছে তেমন ইঙ্গিত।
গুজরাটে মোট আসন সংখ্যা ১৮২টি। ১৫০ টি আসনে এগিয়ে রয়েছে মোদী-শাহর দল। গুজরাটে এই জয় ধারা বলছে মোদীর নজির ভাঙতে চলল। এর আগে ২০০২ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১২৭ টি আসন জিতেছিল বিজেপি। এবার সেই আসন সংখ্যা আনায়াসে পার করতে চলেছে গেরুয়া শিবির।
এর আগে গুজরাটে কংগ্রেসের দখলে ছিল ১৪৯ টি আসনের নজির। প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। এবার কংগ্রেস তলানিতে। চলতি নির্বাচনে বিজেপি যদি ১৫০ টি আসন জয় করতে পারে, তাহলে তা নজির গড়বে।
গতবার ৯৯ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু এবার ছবিটা একেবারেই আলাদা। মাত্র ২১ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। গুজরাট নির্বাচনে সেভাবে গুরুত্ব দেয়নি কংগ্রেসের শীর্ষ নেতারা।