Uttar Pradesh: যোগীরাজ্যে হাই ভোল্টেজ ভোট গণনায় উচ্ছসিত পদ্ম শিবির

High Voltage Vote Counting in Uttar Pradesh: BJP's Excitement Soars

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চলছে আজ হাই ভোল্টেজ ভোট গণনা, ১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এক্সিট পোল সমীক্ষা জানিয়েছে ১৭টি পুরসভার মধ্যে ১০টিতেই বিজেপি জয়ী হবে। পাঁচটি আসনে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হবে। অখিলেশ যাদবের এসপি এবং মায়াবতীর বিএসপি একটি করে পুরসভায় জয়ী হবে

Advertisements

শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে ১৭ টি পুরসভার মধ্যে ১৬টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। বারাণসীতে অনেকটাই এগিয়ে রয়েছে পদ্মশিবির। বারাণসীতে, বিজেপি প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে রয়েছে। মথুরায় বিজেপি প্রার্থী বিনোদ আগরওয়াল ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।বরেলিতও এগিয়ে রয়েছেন বিজেপির উমেশ গৌতম।

   

এর আগে গত ২০১৭ সালের পুর নির্বাচনের সময় ১৬টি শহরে ভোট হয়েছিল। সেই সময় বিজেপি ১৪টি শহরে মেয়রপদে জিতেছিল। বাকি বিএসপি জিতেছিল দু’টি শহরে। পাশাপাশি আজ রামপুরের ‘সুয়ার’ বিধানসভা কেন্দ্র এবং মিরজাপুরের ‘ছানবে’ বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আজ।

প্রাথমিক যা ট্রেণ্ড তাতে দেখা যাচ্ছে লখনউ, বারাণসী সহ উত্তরপ্রদেশের ১৬টি পুরসভার মেয়র পদের নির্বাচনে এগিয়ে গিয়েছে বিজেপি। বিএসপি একটি পুরসভার মেয়র পদে এগিয়ে রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements