BJP নেতার ‘নিখোঁজ’ ছেলেকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে খুনের অভিযোগ রাজ্যে

ফের একবার বিহার রাজ্যে বড় ঘটনা ঘটে গেল। লোকসভা ভোটের মাঝে এবার বিজেপি (BJP) নেতার ছেলেকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে খুনের অভিযোগ উঠল। মুফাসিল থানা এলাকার…

ফের একবার বিহার রাজ্যে বড় ঘটনা ঘটে গেল। লোকসভা ভোটের মাঝে এবার বিজেপি (BJP) নেতার ছেলেকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে খুনের অভিযোগ উঠল।

মুফাসিল থানা এলাকার বাদি আইঘু ভরদ্বাজ নগরের বাসিন্দা বিজেপি নেতা কৌশল কুমারের ছেলে ২১ বছরের অঙ্গদ কুমারকে অপহরণ করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গত ২৪ এপ্রিল থেকে নিখোঁজ অঙ্গদের দেহ শুক্রবার মাটিহানি থানা এলাকার খোররামপুর চকোর গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। খুনের পর অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতার ছেলেকে বলে অভিযোগ। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা প্রথমে অঙ্গদের হাত-পা বেঁধে প্রথমে পিটিয়ে ফেলে তারপর অ্যাসিড দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

এসপি মণীশ জানিয়েছেন, খুনের কারণ এখনও স্পষ্ট নয়। কারণ খতিয়ে দেখতে সদরের ডিএসপি সুবোধ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গঠন করা হয়েছে। নিহতের মোবাইল তথ্য খতিয়ে দেখার সময় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রের খবর, শামহো থানা এলাকার বিজুলিয়ার বাসিন্দা কৌশল কুমার একজন প্রাক্তন সেনাকর্মী এবং অবসরগ্রহণের পরে তিনি মুফাসিল থানা এলাকার বাদি আইঘু ভরদ্বাজ নগরে থাকেন। তার দুই ছেলের একজন এক বছর আগে আত্মহত্যা করে। এরপর দ্বিতীয় ছেলের এহেন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে দুঃখের পাহাড় ভেঙ্গে পড়েছে রীতিমতো।