HomeBharatবিহারে ভয়াবহ কাণ্ড, ৭০-৮০টি গৃহস্থ বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

বিহারে ভয়াবহ কাণ্ড, ৭০-৮০টি গৃহস্থ বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

- Advertisement -

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিহার (Bihar) রাজ্যে। এক ধাক্কায় জ্বালিয়ে দেওয়া হল ৭০ থেকে ৮০টি গৃহস্থ বাড়ি। বিহারের নওয়াদা জেলায় এহেন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, কিছু দুষ্কৃতী গ্রামের ৭০-৮০টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর বৃহস্পতিবার গভীর রাতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এদিকে ঘর বাড়ি পুড়ে যয়ায়ায় সর্বশান্ত হয়ে গিয়েছেন মানুষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের দেদাউর গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন, লোকজন কোনোরকমে ঘরবাড়ি থেকে পালিয়ে প্রাণ বাঁচলেও তাদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

   

গ্রামের লোকজন বলছেন, নন্দু পাসোয়ান নামে এক অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে। আসলে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি সরকারি জমি। গত ১৫-২০ বছর ধরে মানুষ এখানে বসবাস করে আসছে। এদিকে জমি খালি করার জন্য নন্দু নাকি বারবার বাসিন্দাদের বলে আসছিল। অভিযোগ, জায়গা খালি না করার প্রতিশোধে সাধারণ মানুষের বাড়িতে সে ও তাঁর ভাড়া করা গুণ্ডারা এই আগুন লাগিয়ে পালিয়ে গেছে।

এদিকে মাথার ওপর ছাদ খুইয়ে গ্রামের সব মানুষ এখন রাস্তায় নেমে এসেছেন। ঘরের আনাজ সহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে গেছে। না খাওয়ার জন্য রুটি আছে না আছে মাথার ওপর ছাদ। চোখের নিমেষে সবকিছু হারিয়ে মাথায় হাত পড়েছে ৭০ থেকে ৮০টি বাড়ির মানুষজনের। এলাকাটি দলিত বস্তি, অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষ দলিত সম্প্রদায়ের। ইতিমধ্যে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে দমকল বিভাগের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সদরের এসডিও অখিলেশ কুমার বলেছেন যে পুলিশ এই মামলার তদন্ত করছে এবং অভিযুক্তকে ছাড় দেওয়া হবে না। গ্রামবাসীদের দাবি, প্রায় ১০০ জন গুন্ডা এই ঘটনা ঘটিয়েছে। গ্রামের লোকজনকে ভয় দেখাতে তারা প্রথমে ৫০ রাউন্ড গুলি চালায় এবং পরে গ্রামে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular