মদ গিলে বিয়ে ভুলে গেল বিহারি বর

সকাল সকাল হইহই কাণ্ড বিহারের আতিচক গ্রামে। বরবাবাজি এবং তার বন্ধুদের বাড়ির মধ্যে আটকে রেখেছেন পাত্রীপক্ষ। দাবি একটাই, বিয়ের জন্য তাদের (পাত্রীপক্ষ) যা খরচ হয়েছে…

bride-ran-away-the-marriage-when-finding-groom-to-be-bald

সকাল সকাল হইহই কাণ্ড বিহারের আতিচক গ্রামে। বরবাবাজি এবং তার বন্ধুদের বাড়ির মধ্যে আটকে রেখেছেন পাত্রীপক্ষ। দাবি একটাই, বিয়ের জন্য তাদের (পাত্রীপক্ষ) যা খরচ হয়েছে তা এক্ষুনি পাত্রপক্ষকে দিতে হবে।

কিন্ত কেন এমন দাবি? কারণ, এই ঘটনার ঠিক আগেরদিন বর মহাশয় বিয়ে করতে যেতেই ভুলে গেছেন বেমিলুম। হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন! বর নিজের বিয়েতে নিজে যেতেই ভুলে গেছেন!

এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরের আতিচক গ্রামে। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন হল বিয়ের দিন। কিন্তু বরবাবাজি বিয়ে করতে যেতেই ভুলে গেলেন কারণ তিনি মদ্যপান করে বেহঁশ হয়ে পড়েছিলেন।

আতিচক গ্রামের সন্তোস কুমার মন্ডলের সঙ্গের মির্জ়াপুরের নেহার বিয়ের ঠিক হয়। বিয়ের দিন, অর্থাৎ ১৩ মে, সন্তোস বন্ধুদের সঙ্গে প্রচন্ড মদ্যপান করে এবং তারপর মত্ত অবস্থায় ভুলে যায় যে তাকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে যেতে হবে। বিয়ের আসরে পাত্রী এবং তার পরিবার বরের অপেক্ষা করেই যায়। কিন্ত বর যে বিয়ে করতে যেতেই ভুলে গেছে।

Advertisements

পরের দিন সকালে সন্তোসের ঘুম ভাঙতেই সে বরযাত্রী নিয়ে ছোটে ছাঁদনাতলায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নেহা বরযাত্রীকে দেখে তৎক্ষণাত বিয়েতে নাকচ করে দেন। তিনি স্পষ্ট বলেন তিনি একজন ‘মাতাল’ যে তার বিয়ের আগেও মদ্যপান করেছে, তাকে কখনই বিয়ে করতে পারবেননা ।

এরপর নেহার বাড়ির লোক বরযাত্রীকে আটকে রেখে অসম্পূর্ণ বিয়ের সব খরব মেটাতে বলেন। শুরু হয়ে যায় শোরগোল! পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।