এক কোটি চাকরির প্রতিশ্রুতি NDA-র

পাটনা: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর (Bihar Elections 2025) আগে বড়সড় রাজনৈতিক ঘোষণা করল এনডিএ (National Democratic Alliance)। শুক্রবার সকালে পাটনায় এক বিশেষ অনুষ্ঠানে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রকাশ করেন এনডিএ’র নির্বাচনী ইস্তেহার ‘ভিশন ২০২৫’। এই ইস্তেহারে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, নারী ক্ষমতায়ন এবং স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, হাম নেতা জিতন রাম মাঁঝি, এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান এবং রাষ্ট্রীয় লোক মরচা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা সহ এনডিএ জোটের শীর্ষ নেতারা।

Advertisements

ইস্তেহারে বলা হয়েছে, বিহারকে “বিশ্বমানের স্কিলিং হাব” হিসেবে গড়ে তোলাই এনডিএ’র মূল লক্ষ্য। প্রতিটি জেলায় মেগা স্কিল সেন্টার, ১০টি নতুন শিল্পপার্ক, ১০০টি এমএসএমই পার্ক এবং ৫০,০০০ ক্ষুদ্র শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা করিডর, সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র ও টেক্সটাইল হাব তৈরির ঘোষণা করা হয়েছে, যাতে রাজ্যের যুবসমাজ নতুন কর্মসংস্থানের সুযোগ পায়।

   

নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্পের আওতায় সর্বাধিক ২ টাকা লক্ষ পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারে বলা হয়েছে, ১ কোটি নারীকে ‘লক্ষপতি দিদি’ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি ‘মিশন কোটিপতি’ প্রকল্প চালু করে সফল নারী উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যও স্থির করা হয়েছে।

কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে এনডিএ। সকল ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় কিষাণ সম্মান নিধি অনুদান ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করা হবে। মৎস্যজীবীদের আর্থিক সহায়তা ৪,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা করার পাশাপাশি কৃষি অবকাঠামোয় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের অঙ্গীকারও করা হয়েছে।

তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আবাসিক বিদ্যালয় স্থাপন, উচ্চশিক্ষায় মাসিক ২,০০০ টাকা সহায়তা, এবং দরিদ্র পরিবারের সন্তানদের জন্য কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। ৫,০০০ কোটি টাকা ব্যয়ে জেলার গুরুত্বপূর্ণ বিদ্যালয়গুলির আধুনিকীকরণ এবং বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার পরিকল্পনাও ইস্তেহারে অন্তর্ভুক্ত।

Advertisements

ইস্তেহারে বলা হয়েছে, বিহারের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসার সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হবে। প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ ও ‘ওয়ার্ল্ড-ক্লাস মেডিসিটি’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুলে মধ্যাহ্নভোজের সঙ্গে পুষ্টিকর প্রাতরাশ দেওয়ার প্রকল্পও শুরু করা হবে।

৭টি নতুন এক্সপ্রেসওয়ে, ৩,৬০০ কিমি রেলপথ আধুনিকীকরণ, পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া ও ভাগলপুরে আন্তর্জাতিক বিমানবন্দর, এবং ৪টি শহরে মেট্রো রেল চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি রামায়ণ, বৌদ্ধ, জৈন ও গঙ্গা সার্কিটের উন্নয়নের মাধ্যমে পর্যটনকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

৫০ লক্ষ নতুন পাকা বাড়ি, বিনামূল্যে রেশন, ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, এবং সামাজিক নিরাপত্তা পেনশন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারের মূল আকর্ষণ “১ কোটি সরকারি চাকরি ও কর্মসংস্থান”। এনডিএ নেতৃত্বের দাবি, এই পরিকল্পনা বিহারের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বদলে দেবে।