HomeBharatভোট দিলেন লালু-বারড়ী, তেজস্বী বললেন, নতুন সরকার গঠন হবেই

ভোট দিলেন লালু-বারড়ী, তেজস্বী বললেন, নতুন সরকার গঠন হবেই

- Advertisement -

পাটনা: আজ সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলায় ১১৭টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দফায় অনুষ্ঠিত হবে বিহাল নির্বাচন৷ ভোটের প্রথম ধাপ স্বভাবতই পূর্ণ রাজ্যের ভোটপরিকল্পনার রূপরেখা স্থির করবে। এই ধাপে পাটনা, বৈশালী, মুজাফরপুর ও গোপালগঞ্জের বিভিন্ন অংশের ভোটাররা অংশ নিচ্ছেন।

প্রথম দফায় ৩.৭৫ কোটি ভোটার ১,৩১৪ জন প্রার্থীর মধ্যে থেকে নিজেদের প্রতিনিধি বাছাই করবেন। এদের মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এবং বিজয় কুমার সিংহ। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

   

রাবড়ী দেবীর শুভেচ্ছা

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেত্রী রাবড়ী দেবী দুই সন্তান তেজস্বী ও তেজপ্রতাপকে ভোটের আগে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “দুই সন্তানের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে। তেজপ্রতাপ নিজের মতো লড়ছে। আমি তাঁদের মা। দু’জনের জন্যই আমার শুভেচ্ছা।”

‘বিদ্রোহী’ তেজপ্রতাপ Bihar Election Phase 1 Voting 

প্রসঙ্গত, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার অভিযোগে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু প্রসাদ যাদব। এর পর তেজপ্রতাপ গঠন করেছেন নিজস্ব দল ‘জনশক্তি জনতা দল’, যা এবার ২২টি আসনে প্রার্থী দিয়েছে। নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অন্যদিকে, রাঘোপুর কেন্দ্র থেকে আরজেডির টিকিটে লড়ছেন কনিষ্ঠপুত্র তেজস্বী যাদব। বৃহস্পতিবার এই দুই কেন্দ্রেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নতুন সরকার গড়ার ডাক তেজস্বীর

তেজস্বী যাদব পটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, “বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর জয়ের বিষয়ে আমি আশাবাদী। ১৪ নভেম্বর বিহারে ভোটগণনা এবং ফল প্রকাশের পর নতুন সরকার তৈরি হবে। পরিবর্তন আনুন, নতুন বিহার গড়ুন, নতুন সরকার গড়ুন।”

পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে তেজস্বী ভিডিওবার্তায় বলেন, “আপনার ভোট বিহারের উন্নতির পথকে প্রশস্ত করবে। আগে ভোট দিন, অন্য কাজগুলো পরে করা যেতে পারে।” তিনি আরজেডিকে সমর্থন করার আহ্বান জানান এবং রাজ্যের উন্নয়নের জন্য সক্রিয় ভোটদানের গুরুত্ব তুলে ধরেন। ভোট দিয়ে বেরিয়ে লালুও বলেন, ‘পরিবর্তন হবে’৷ 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular