Bihar: বছরের পর বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে, ফুলেফেঁপে উঠছে কুমার-পুত্রের সম্পত্তি

বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর চেয়ারে এখনও বহাল নীতিশ কুমার (Nitish Kumar)। বহু বছর ধরে রয়েছেন ভারতীয় রাজনীতির আঙিনায়। তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫.৩৬ লক্ষ…

বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর চেয়ারে এখনও বহাল নীতিশ কুমার (Nitish Kumar)। বহু বছর ধরে রয়েছেন ভারতীয় রাজনীতির আঙিনায়। তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫.৩৬ লক্ষ টাকা। কিন্তু ছেলে নিশান্ত কুমারের সম্পত্তির পরিমাণ এর থেকে অনেকটাই বেশি। প্রায় ৫ গুণ বেশি!

এর আগে নীতিশ কুমারের সরকার সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের প্রতি ক্যালেন্ডার বছরের শেষ দিনে তাঁদের সম্পদ তথা সম্পত্তির তথ্য প্রকাশের ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল। সেই মতো ৩১ ডিসেম্বর বিহার সরকারের ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তাঁর মন্ত্রিসভার অন্যান্যদের সম্পত্তির পরিমাণ প্রকাশিত হয়েছে। সেখানেই উঠে এসেছে বহু তথ্য। জানা গিয়েছে, নীতিশ কুমারের কাছে নগদ রয়েছে ২৯ হাজার ৩৮৫ টাকা এবং ব্যাঙ্কে রয়েছে প্রায় ৪২ হাজার ৭৬৩ টাকা। অন্য দিকে তাঁর ছেলে নিশান্তের কাছে নগদ রয়েছে ১৬ হাজার ৫৪৯ টাকা এবং বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ১.২৮ কোটি টাকা।

   

সরকারের ওয়েবসাইটে প্রদান করা তথ্য অনুযায়ী, নীতিশ কুমারের কাছে রয়েছে ১৬.৫১ লক্ষ টাকার চল সম্পত্তি। অচল সম্পত্তির মোট মূল্য প্রায় ৫৮.৮৫ লক্ষ টাকা। নয়া দিল্লির দ্বারকায় রয়েছে নিজস্ব ফ্ল্যাট। তাঁর ছেলের নামে রয়েছে ১.৬৩ কোটি টাকার চল সম্পত্তি এবং অচল সম্পত্তি প্রায় ১.৯৮ কোটি টাকা। কল্যাণবিঘা, হকিকতপুরে এবং পাটনার কাঁকরবাগে আবাসিক বাড়ি এবং কৃষিজমি রয়েছে কুমার পুত্রের।

তথ্য অনুযায়ী, নিশান্তের নিজের গ্রাম কল্যাণবিঘাতে কৃষিজমি রয়েছে। অকৃষি জমিও রয়েছে কুমার পরিবারের। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে তাঁর ১৩ টি গরু এবং ন’টি বাছুর রয়েছে। যার মোট মূল্য ১.৪৫ লক্ষ টাকা।