Nitish Kumar: ইন্ডিয়া আহ্বায়ক হতে অস্বীকার করলেন নীতীশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)  INDIA জোটের আহ্বায়ক হতে অস্বীকার করলেন। শনিবার INDIA জোটের ভার্চুয়াল বৈঠকে তাকে আহ্বায়ক করার প্রস্তাব আনা হয়। তিনি তা…

When Strength Becomes a Strain: NDA’s Seat-Sharing Challenge in Bihar

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)  INDIA জোটের আহ্বায়ক হতে অস্বীকার করলেন। শনিবার INDIA জোটের ভার্চুয়াল বৈঠকে তাকে আহ্বায়ক করার প্রস্তাব আনা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন।

Advertisements

নীতীশ অস্বীকার করায় কে হবেন আহ্বায়ক? পাটনার রাজনৈতিক মহলে শুরু গুঞ্জন। তবে কি লালুপ্রসাদ? উঠে আসছে জাতীয় রাজনীতির এই যাদব কুলপতির নাম। এর মাঝে বৈঠক এড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা।

   

পাটনা থেকে বিশেষ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নামে সামাজিক গবেষণা কেন্দ্রের উদ্বোধনে সভাপতি হচ্ছেন নীতীশ কুমার। সিপিআইএমের আমন্ত্রণ তিনি নিয়েছেন। তাৎপর্যপূর্ণ, এই একই অনুষ্ঠানে সিপিআইএম শীর্ষ নেতা ও কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন থাকছেন। তবে তিনি সভাপতি নন! কেন নীতীশকে ডেকেছে CPIM, কেন তিনি মমতাকে এড়িয়ে তাঁর রাজ্যেই যাচ্ছেন তা নিয়ে বিতর্ক।

নীতীশকে নিয়ে ইন্ডিয়া জোটের দুই শরিক বাম-তৃণমূল বিতর্কের মাঝে এদিন ইন্ডিয়া অ্যালায়েন্সের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকের পর বিহার সরকারের মন্ত্রী সঞ্জয় ঝা, যিনি নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়, একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, কংগ্রেস নীতীশ কুমারকে আহ্বায়ক করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীতীশ কুমার বলেন কংগ্রেসের তরফে চেয়ারম্যান হওয়া উচিত।

জানা গিয়েছে, এই বৈঠকের উদ্দেশ্য ছিল শরিক দলগুলির মধ্যে ব্যবধান দূর করা। জানা গিয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে থাকা দলগুলিকে রবিবার মণিপুর থেকে শুরু হতে যাওয়া রাহুল গান্ধীর ভারত জোড় ন্যায় যাত্রায় সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।