বিহারগামী কর্মভূমি এক্সপ্রেসে ঠাসাঠাসি ভিড়! চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত ২

মুম্বই: একে উৎসবের মরশুম, তার উপর নির্বাচন। ছট পুজোর আগে বাড়ি ফেরার ধুম পড়ে পরিযায়ী বিহারীদের। কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রেন (Train) না থাকায় উৎসবের মরশুমে প্রাণের ঝুঁকি নিয়েই কোনোক্রমে বাড়ি ফেরেন তাঁরা। এবার তার উপরে বিধানসভা নির্বাচন।

Advertisements

রবিবার মুম্বই থেকে বিহার গামী কর্মভূমি এক্সপ্রেস (Karmabhoomi Express) ধরতে গিয়ে মারা গেলেন ২ যাত্রী। জানা গিয়েছে, মুম্বইয়ের লোকমান্য তিলক রেলস্টেশন থেকে কোনোক্রমে ঠাসাঠাসি করে ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। কিন্তু নাসিক স্টেশন থেকে খানিক দুরত্বে ভিড়ের ঠেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনজন। তাঁদের মধ্যে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত তৃতীয় জন।

এই ৩ জন যাত্রী উৎসবের ছুটিতে নাকি ভোট দিতে যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিহত দুই ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। তৃতীয় যাত্রীকে গুরুতর অবস্থায় জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত ওই ৩ যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। ঘটনায় আকস্মিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত ভিড়ের কারণেই ট্রেন থেকে পড়ে গিয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

দীপাবলি না ভোট? কিসের জন্য ঘরে ফেরার ঢল? তদন্ত করা হচ্ছে

কর্মকর্তাদের জানিয়েছেন, যাত্রীরা তাদের গ্রামে দীপাবলি-ছট উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন নাকি বিহার নির্বাচনে ভোট দিতে যাচ্ছিলেন, তার তদন্ত করা হচ্ছে। ওই তিন যাত্রী কর্মভূমি এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের ব্যাগপত্র উদ্ধার করা হয়েছে।