Big Political Shift: লোকসভা ভোটের আগে বড় খবর। কংগ্রেসের হাত ছাড়তে চলেছেন কমল নাথ (Kamal Nath)। যোগ দিতে পারেন বিজেপি শিবিরে। এমনই খবর প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজ।
সূত্র উল্লেখ করে এবিপি নিউজ জানিয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে যোগাযোগ রাখছেন কংগ্রেস নেতা কমল নাথ। শীঘ্রই সপরিবারে পদ্ম শিবিরে নাম লেখাবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। আগামী ৩ মার্চ সেই যাত্রা মধ্যপ্রদেশে ঢুকবে। রাহুলের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কমল নাথের।
অর্থাৎ লোকসভা ভোটের মুখে বড় খবর আসতে পারে। সম্প্রতি জব্বলপুরের মেয়র কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। তিনিও কমল নাথের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর দলবদলের পর থেকেই কমল নাথকে নিয়ে জল্পনা ছড়ায়। যদিও এই দলবদলের জল্পনা গুজব বলে উড়িয়ে দেন কমল নাথ।
গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা কমল নাথ। রাজীব গান্ধির কাছের ব্যক্তি বলে পরিচিত ছিলেন। ২০১৮ সালে তাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করে কংগ্রেস।
গত বছর কমল নাথকে সামনে রেখেই বিধানসভা ভোটে লড়াই করে হাত শিবির। কংগ্রেসের ভরাডুবি হয়। কর্মীদের একাংশের দাবি, কমল নাথের ভুল রণকৌশলের কারণেই কংগ্রেসকে হারতে হয়েছিল। তখন থেকেই কিছুটা কোনঠাসা কংগ্রেসের কমল। এবার আলোচনায় তাঁর দলবদল।