Pataliputra Politics: বিপুল ‘অফার’ ফেরালেন বাম বিধায়করা, কংগ্রেস বাঁচাতে বিহারে ঝাঁপালেন বাঘেল

ডুপ্লেক্স বাংলো ও বিলাসবহুল গাড়ির সাথে আরো অনেক কিছু (ইঙ্গিতে অর্থের প্রলোভন) এমনই বিপুল অফার আসছে অহরহ। একইসাথে বার্তা-দলত্যাগ না করলেও যেন জোটত্যাগ করেন বাম…

ডুপ্লেক্স বাংলো ও বিলাসবহুল গাড়ির সাথে আরো অনেক কিছু (ইঙ্গিতে অর্থের প্রলোভন) এমনই বিপুল অফার আসছে অহরহ। একইসাথে বার্তা-দলত্যাগ না করলেও যেন জোটত্যাগ করেন বাম বিধায়করা। তবে সব ‘অফার’ বাতিল করলেন বিহারের ১৬ জন বামপন্থী বিধায়ক। তাদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অ-বিজেপি জোট ছাড়ছি না। বিহার বিধানসভায় ১৬ জন বাম বিধায়ক আছেন। এদের মধ্যে CPIML (লিবারেশন) এর ১২ জন। আর ২ জন CPI ও ২ জন CPIM এর বিধায়ক। এই বাম মোর্চা একদমই অটুট। এদের কোনওভাবেই নরম করা যায়নি।

তবে অ-বিজেপি জোটের কমপক্ষে ১০ কংগ্রেস বিধায়ক সরাসরি নীতীশ কুমারের সাথেই এনডিএ শিবিরে সামিল হতে পারেন। দল বাঁচাতে মরিয়া কংগ্রেস হাইকমান্ড আসরে নামাল ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে। বিহারে NDA সরকার গড়ার জন্য পর্যাপ্ত বিধায়ক জোটাতে কংগ্রেসের ১৯জনের কাছে পৌঁছে যায় ‘অফার’। দশ কংগ্রেস বিধায়ক ফোন বন্ধ করেছেন। তাদের ধরে রাখতে কংগ্রেস শুরু করল পাল্টা অভিযান। বিধায়কদের ধরে রাখার কৌশলবাজ বলে চর্চিত ভুপেশ বাঘেল নেমেছেন আসরে।

আরজেডি যোগাযোগ করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতনরাম মাঞ্ঝির ‘হাম’ পার্টির সাথে। তাদের বিধায়কদের পেলেই ‘খেলা হবে’ বলছেন আরজেডি নেতা লালু যাদব। মাঞ্ঝির কাছে গেছে উপমু়খ্যমন্ত্রী পদের অফার। তাঁকেও ধরে রাখতে মরিয়া বিজেপি।

পাটনার শীতে তাপমাত্রার পারদ সূচক যতটা নিম্নমুখী ততটাই রাজনৈতিক গরম হাওয়া বইছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধরে নিজেদের পক্ষে আনা যতটা সহজ ততটাই কঠিন সংখ্যাগরিষ্ঠতা অর্জন। কারণ ৮ বিধায়কের কম! এই আট জন বিধায়ক না আনলে জোট সরকার ১২২ আসনের গরিষ্ঠতা পাবে না। অভিযোগ,সরাসরি কংগ্রেসের ঘরে অপারেশন লোটাস চালানো হয়েছে। তবে এই অভিযান ব্যর্থ হয় বাম বিধায়কদের ভাঙাতে।