Varanasi: ‘হিন্দুস্তাঁ হমারা…’ লেখক ইকবালের ছবি দিয়ে অনুষ্ঠানের ‘ভুল’ স্বীকার BHU কর্তৃপক্ষের

BHU controversy

News Desk: ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হমারা’ রচয়িতা কবি মহম্মদ ইকবালের জন্মদিন পালনের অনুষ্ঠান নিয়ে তীব্র চাপের মুখে ভুল স্বীকার করে নিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি। দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভুল স্বীকার করতে চাপ দিয়েছে সংঘ পরিবারের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (AVBP)। বিবিসি জানাচ্ছে এই খবর।

Advertisements

কবি মহম্মদ ইকবাল ভারত ভাগের পর পাকিস্তানের নাগরিকত্ব নেন। তাঁকে পাকিস্তান জাতীয় কবির মর্যাদা দিয়েছে। তিনি বিখ্যাত ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হমারা’ এই উর্দু কবিতা লিখে।

বিবিসি জানাচ্ছে, বেনারশ হিন্দু বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ তাদের পোস্টারে বিখ্যাত উর্দু কবি মুহাম্মদ ইকবালের ছবি ব্যবহার করে ৯ নভেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে। এর পরেই এবিভিপি ছাত্র সংগঠনের চাপের মুখে সেই ছবি প্রত্যাহার করে নিজেদের ‘ভুল’ স্বীকার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisements

উত্তর প্রদেশের বারাণসী থেকেই সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরএসএসের ছাত্র সংগঠনের দাবি, কেন বিএইচইউ প্রতিষ্ঠাতা পন্ডিত মদনমোহন মালব্যর ছবি নেই উর্দু বিভাগের পোস্টারে। এই নিয়ে বিতর্ক চরমে ওঠে।

বিবিসি জানাচ্ছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) উর্দু বিভাগ প্রতি বছর ৯ই নভেম্বর কবি ইকবালের জন্মদিন ‘উর্দু দিবস’ হিসেবে পালন করে। তারা একটি ওয়েবিনারের আয়োজন করেছিল। সেই ওয়েবিনারের পোস্টারে কবি ইকবালের ছবি কেন আছে এবং তা নিয়ে তুমুল প্রতিবাদ জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। একজন পাকিস্তানি নায়ককে কেন বিএইচইউ সম্মান দেখাবে সেই প্রশ্ন তুলে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।