Bharatiya Nyaya Sanhita: নয়া ফৌজদারি আইনে প্রথম গ্রেফতার কে?

সোমবার ১ জুলাই থেকে দেশজুড়ে লাঘু হল নয়া ফৌজদারি আইন ‘আইন সংহিতা’। ‘ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি’র পরিবর্তে নয়া ফৌজদারি আইন ন্যায় সংহিতার প্রয়োগ নিয়ে…

প্রতীকী ছবি

সোমবার ১ জুলাই থেকে দেশজুড়ে লাঘু হল নয়া ফৌজদারি আইন ‘আইন সংহিতা’। ‘ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি’র পরিবর্তে নয়া ফৌজদারি আইন ন্যায় সংহিতার প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস ও তৃণমূলের মতো বিরোধী দলগুলি এই আইনের অপব্যবহার ঠেকাতে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। যদিও এই চিঠির জবাবে কোনও প্রতুত্তর পাওয়া যায়নি প্রধানমন্ত্রী দফতরের তরফে। আর সোমবার সংসদে এই নিয়েও সওয়াল করতে চলেছে বিরোধীরা। 

ভারতীয় নাগরিকই নন? সাংসদ পদ বাতিলের দাবিতে রাহুলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা!

   

এদিকে, প্রথম দিনেই নয়া আইনে গ্রেফতার হল দিল্লির এক হকার। ধৃতের নাম পঙ্কজ কুমার। তিনি পাটনার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ দিল্লি স্টেশনের সামনে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করছিলেন তিনি। তার জেরেই নয়া আইনে ২৮৫ ধারায় এফআইআর দায়ের করেছে হয়েছে তাঁর বিরুদ্ধে। 

ঢাকার গুলশানে জঙ্গি হামলার কালরাত পেরিয়ে তদন্ত কোন দিকে? বিশেষ নজরে বর্ধমান

এই ২৮৫ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি তাঁর সম্পত্তির মাধ্যমে অপর কারওক যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেন অথবা অন্য কোনও ব্যক্তির বিপদ, বাধা অথবা আঘাতের কারণ হলে সেই সম্পত্তির মালিককে অভিযুক্ত করা হবে। ফলে শাস্তিস্বরূপ তাঁকে জরিমানা দিতে হবে। যা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই আইনের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়ে ওই হকারের বিরুদ্ধে। 

জনবহুল রাস্তায় রাজকীয় কায়দায় ঘুরছে কুমির! দেখেই চক্ষু চড়ক

ঘটনাটি ঘটে রবিবার রাতে। নয়াদিল্লি স্টেশনের কাছের একটি রাস্তায় ওই হকারকে জলের বোতল এবং গুটখা বিক্রি করতে দেখে দিল্লি পুলিশ। অস্থায়ী দোকানটি মানুষের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করছে, একথা জানিয়ে দোকানদারকে সেখান থেকে সরে যেতে বলা হয়। কিন্তু দোকানদার রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ।