বাজার কাঁপাতে আসছে ‘ভারত ট্যাক্সি’! ওলা-উবেরকে টেক্কা দিতে কেন্দ্রের নতুন বাজি

Bharat Taxi App india

এত দিন পর্যন্ত ভারতের অনলাইন ক্যাব বুকিং বাজারে একছত্র রাজত্ব ছিল ওলা এবং উবেরের মতো বেসরকারি সংস্থাগুলির। কিন্তু এবার সেই সাম্রাজ্যে বড়সড় থাবা বসাতে শুরু করেছে সরকারি অ্যাপ ‘ভারত ট্যাক্সি’। সম্পূর্ণ সরকারি উদ্যোগে এবং কো-অপারেটিভ মডেলে তৈরি এই অ্যাপটি বর্তমানে সাধারণ মানুষের কাছে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। জানা যাচ্ছে, প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ হাজার নতুন গ্রাহক এই পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছেন।

ওলা-উবেরকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে

ভারত সরকারের সমবায় মন্ত্রকের (Ministry of Cooperation) পক্ষ থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জানানো হয়েছে যে, ভারত ট্যাক্সি অ্যাপের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে বর্তমানে গুগল প্লে-স্টোরে নবম স্থানে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এটি ১৩ নম্বর স্থানে উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যাত্রা শুরু করা এই অ্যাপটি ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

   

কেন পছন্দ করছেন সাধারণ মানুষ? Bharat Taxi App India

বেসরকারি অ্যাপের তুলনায় ‘ভারত ট্যাক্সি’-তে মিলছে বিশেষ কিছু সুবিধা-

পুলিশ ভেরিফায়েড ড্রাইভার: নিরাপত্তা সুনিশ্চিত করতে এখানে শুধুমাত্র প্রশিক্ষিত এবং পুলিশ ভেরিফায়েড চালকদের রাখা হয়েছে।

সহজ ইন্টারফেস: অ্যাপটি অত্যন্ত সহজ ও ঝকঝকে (Clean Interface)। যে কেউ অনায়াসে নেভিগেট করে ক্যাব বুক করতে পারেন।

মেট্রো ও রেন্টাল পরিষেবা: শুধুমাত্র ক্যাব নয়, এই অ্যাপ থেকেই মেট্রোর টিকিট বুকিং এবং দীর্ঘমেয়াদী রেন্টাল সুবিধাও মিলবে।

সেফটি ফিচার: বিপদে পড়লে অ্যাপের মাধ্যমে সরাসরি পুলিশকে ফোন করা বা পরিবারের সদস্যদের অ্যালার্ট পাঠানোর মতো এমার্জেন্সি ফিচার এতে যুক্ত করা হয়েছে।

দেশজুড়ে প্রসারের পরিকল্পনা

আপাতত নির্দিষ্ট কিছু জায়গায় এই পরিষেবা চললেও মন্ত্রকের লক্ষ্য দ্রুত সারা দেশে ‘ভারত ট্যাক্সি’ পৌঁছে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, ওলা-উবেরের ক্রমবর্ধমান ভাড়া এবং রাইড বাতিলের সমস্যায় অতিষ্ঠ সাধারণ মানুষ বিকল্প হিসেবে সরকারি এই অ্যাপটিকে সাদরে গ্রহণ করছেন। তবে সারা দেশে এই পরিষেবা কতটা মসৃণভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন