HomeBharatবিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন, কাটল বিদেশ সফরের বাধা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন, কাটল বিদেশ সফরের বাধা

চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া সরকার কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল

- Advertisement -

News Desk: শেষ পর্যন্ত ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার হু-র বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ব্যবহার করার অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তে যারা কোভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন তারা সহজেই ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে যাওয়ার অনুমতি পাবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া সরকার কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে হু-র বিশেষজ্ঞ কমিটি কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আলোচনায় বসে ছিল। কিন্তু কোভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের সব প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হতে পারেননি বিশেষজ্ঞরা। যে কারণে কোভ্যাকসিন ছাড়পত্র পায়নি। ছাড়পত্র দেওয়ার আগে ভারত বায়োটেকের কাছে আরও বিভিন্ন নথিপত্র চেয়ে পাঠানো হয়। সংস্থার পক্ষ থেকে টিকা সংক্রান্ত ওই সমস্ত নথিপত্র হু-র বিশেষজ্ঞদের কাছে পেশ করা হয়। এমনকী, মানুষের শরীরে তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফলের বিস্তারিত রিপোর্টও হু-র বিশেষজ্ঞদের কাছে পাঠায় ভারত বায়োটেক।

   

বুধবার ওই সমস্ত নথিপত্র নিয়ে পুনরায় আলোচনায় বসে হু-র বিশেষজ্ঞ কমিটি। দীর্ঘক্ষণ আলোচনার পর বিশেষজ্ঞ কমিটি কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। হু-র বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এই টিকা সম্পর্কে যে সমস্ত তথ্য জানতে চেয়েছিলেন ভারত বায়োটেক সেগুলি তাঁদের জানিয়েছে। শুধু জানানোই নয়, তাঁরা পরীক্ষা করে দেখেছেন এই ভ্যাকসিন যথেষ্ট নিরাপদ, সুরক্ষিত ও কার্যকর। কোভ্যাকসিন সম্পর্কে তাঁদের মনে যে সমস্ত প্রশ্ন ছিল ভারত বায়োটেকের দেওয়া তথ্যে সেগুলি দূর হয়েছে।

তাই ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাকসিনকে ছাড়পত্র দিতে আর কোন সমস্যা নেই। এরপরই হুর বিশেষজ্ঞ কমিটি সর্বসম্মতভাবে কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, কিছুদিন আগে হু-র বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে তাঁরা প্রাথমিকভাবে সন্তুষ্ট। তবে এই টিকা সম্পর্কে তাঁরা আরও কিছু তথ্য প্রমাণ চান। সেগুলি পেলেই তাঁরা কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত কোভ্যাকসিন সম্পর্কে যাবতীয় সন্দেহের নিরসন হওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই টিকাকে অনুমোদন দিল।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় কোভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও কেউই বিদেশ সফরে যেতে পারছেন না। হু-র ছাড়পত্র না থাকায় আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ কোভ্যাকসিনকে মেনে নেয়নি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এদিনের সিদ্ধান্তে সেই সমস্যা নিশ্চিতভাবেই মিটতে চলেছে। অর্থাৎ যারা কোভ্যাকসিনের দু’টি ডোজ জানিয়েছেন তাঁরা চাকরি বা পড়াশোনা করার প্রয়োজনে আমেরিকা, ইউরোপ-সহ বিশ্বের যে কোনও দেশেই যেতে পারবেন।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments