Bhaichung Bhutia: অশোকের কাছে হেরেছিলেন, তৃণমূল-নিজের দল ছেড়ে বাইচুং নতুন শিবিরে

ফুটবল ছাড়ার পর পুরোদস্তুর রাজনীতিক বাইচুং ভুটিয়া। সাড়া জাগিয়ে রাজনীতিকে নামলেও জয় অধরা। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী হয়ে Bhaichung Bhutia হেরেছিলেন সিপিআইএমের অশোক ভট্টাচার্যের কাছে। পরে…

Bhaichung Bhutia

ফুটবল ছাড়ার পর পুরোদস্তুর রাজনীতিক বাইচুং ভুটিয়া। সাড়া জাগিয়ে রাজনীতিকে নামলেও জয় অধরা। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী হয়ে Bhaichung Bhutia হেরেছিলেন সিপিআইএমের অশোক ভট্টাচার্যের কাছে। পরে নিজের বন্ধু-অ্যাডমায়ার বলে পরিচিত ‘অশোকদা’র হয়ে শিলিগুড়িতে প্রচার করেছিলেন! এর মাঝে বাংলা ছেড়ে ঘরের ছেলে ঘরে অর্থাৎ সিকিমে ফিরে নিজের দল ‘হামরো সিকিম’ দল গড়েও সফলতা পাননি। এবার বাইচুং সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দল SDF-তে যোগ দেবেন।

গ্যাংটকের সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবারই বাইচুং ভুটিয়া যোগ দেবেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট দলে। ১৯৯৪ সাল ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবার (আড়াই দশক) সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন চামলিং। তবে গত নির্বাচনে চামলিং পরাজিত হন। আধুনিক সিকিমের রূপকার বলে চর্চিত চামলিং এখন রাজনৈতিক অস্তিত্ব সংকটে। তাঁর দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে (SDF) বাইচুং ভুটিয়াকে স্বাগত জানিয়েছেন চামলিং।

সিকিমের রাজনৈতিক মহলে আলোচনা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার বাইচুংয়ের মেন্টর বলে পরিচিত সিপিআইএমের শীর্ষ নেতা অশোক ভট্টাচার্য। তাঁর সাথে পরামর্শ করেই বাইচুং নিজের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন পুরমন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক-মেয়র অশোক ভট্টাচার্য অনেক আগেই বাইচুং ভুটিয়াকে সিকিমের রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছিলেন। ফুটবল ছেড়ে বাইচুং সাময়িক সময়ে তৃ়নমূল শিবিরে গেলেও পরে ‘গুরু’ অশোক ভট্টাচার্যের কথা মেনে সিকিমের রাজনীতিতে নেমেছেন।

স্পতিবার সিকিমের রাবাংলার এক জনসভায় বাইচুং এসডিএফে যোগ দেবেন। সেই অনুষ্ঠানে থাকবেন  চামলিং। আসন্ন লোকসভা ভোটের আগে বাইচুংয়ের শিবির পরিবর্তনে শীতের সিকিম গরম।  ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বাইচুং তৈরি করেছিলেন নিজের রাজনৈতিক দল। এবার লোকসভা ভোটের আগে সেই দল এসডিএফে মিশে যাবে।