নির্বাচনের আগে লক্ষাধিক ফলোয়ার্স হাতছাড়া রাহুলের

বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। টুইটার থেকে হাতছাড়া হল লক্ষাধিক ফলোয়ার্স। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। টুইটারে ভারতে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ডিসেম্বর মাসে কোম্পানির সিইও পরাগ আগরওয়ালকে চিঠি লিখে জানিয়েছিলেন, টুইটারে তার আওয়াজকে দমন করার জন্য একটি সরকারী প্রচারাভিযান চালানো হচ্ছে। গত সাত মাসে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় চার লক্ষ বাড়লেও ২০২১ সালের অগস্ট মাস থেকে তাঁর অনুগামীর সংখ্যা ক্রমাগত কমতে থাকে।

   

এক রিপোর্ট অনুযায়ী, এই প্রসঙ্গে রাহুল গান্ধী টুইটারকে একটি চিঠিও লিখেছেন, যেখানে তিনি জানিয়েছেন, মোদী সরকারের চাপেই কাজ করছে টুইটার। রাহুল গান্ধী ২০২১ সালের ২৭ ডিসেম্বর টুইটারে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি তার টুইটার অ্যাকাউন্টের তথ্যও শেয়ার করেছেন যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে তুলনা করা হয়েছে।

তবে রাহুলের চিঠির উত্তর দিয়েছে টুইটার। রাহুল গান্ধীর চিঠির জবাবে টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরাও চাই অ্যাকাউন্টের সঙ্গে ফলোয়ারের সংখ্যা দেখা হোক, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে ফলোয়াররা আসল। টুইটারের ম্যানিপুলেশন এবং স্প্যামের জন্য কোনও জায়গা নেই। আমরা মেশিন লার্নিং সরঞ্জামগুলির মাধ্যমে প্রতি সপ্তাহে অনুসরণকারীদের এবং স্প্যাম ছাঁটাই করি। এমন পরিস্থিতিতে ফলোয়ারের সংখ্যা কমতে পারে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন