জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখেনিন তালিকা

RBI

অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ মেটালেও এমন কিছু কাজ থাকে যার কারণেই ব্যাঙ্কে যেতেই হয়,যেমন চেক ড্রপ করা থেকে শুরু করে পেনশন তোলা, এই রকম কাজের জন্য। তাই আপনার যদি জুলাইয়ে ব্য়াঙ্কে যাওয়ার প্রয়োজন হয়, তবে ব্যাঙ্কে ছুটির দিনগুলি জেনে রাখা বিশেষ প্রয়োজন। কারণ জুলাই মাসে প্রায় অর্ধেকদিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে যেমন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘোষিত ছুটি রয়েছে, তেমনই বিভিন্ন রাজ্যের ভিত্তিতেও ছুটি থাকে। জুলাই মাসে ছুটির তালিকা দেখে নিন-

   

৩ জুলাই- বেহ দিয়েনখালম ,৬ জুলাই- এমএইচআইপি ডে ,৭ জুলাই- রবিবার,৮ জুলাই- কাং ও রথযাত্রা উপলক্ষে ছুটি,৯ জুলাই- দ্রুকপা সে-জি ,১৩ জুলাই- দ্বিতীয় শনিবার থাকায় ছুটি,১৪ জুলাই- রবিবার, ১৬ জুলাই- হারেলা , ১৭ জুলাই- মহরম উপলক্ষে ছুটি, ২১ জুলাই- রবিবার,২৭ জুলাই- চতুর্থ শনিবার হওয়ায় ছুটি,২৮ জুলাই- রবিবার। তাই এই সকল ছুটির দিনগুলি মাথায় না রেখে ব্যাঙ্কে গেলে সমস্যায় পড়তে পারেন আপনি।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন