ঋণের টোপ দিয়ে ৩৯ হাজারের মুরগী খেলেন ব্যাঙ্ক ম্যানেজার

টাকায় টাকা আনে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এসব প্রবাদ সবসময় ঠিক নয়। তা হারে হারে টের পাচ্ছেন ছত্তিশগড়ের ব্যবসায়ী রূপচাঁদ মনোহর। লোনের আশায়…

SBI Bank Manager Allegedly Exploits Poultry Farmer with Loan Promise

টাকায় টাকা আনে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এসব প্রবাদ সবসময় ঠিক নয়। তা হারে হারে টের পাচ্ছেন ছত্তিশগড়ের ব্যবসায়ী রূপচাঁদ মনোহর। লোনের আশায় ব্যাঙ্ক ম্যানেজারকে ৩৯ হাজার টাকার মুরগী খাইয়েছেন বলে অভিযোগ।

ছত্তিশগড়ের বিলাসপুরের মাসতুরির বাসিন্দা রূপচাঁদ। পেশায় মুরগীর ব্যবসায়ী। পোলট্রি ফার্ম আছে। দেশি মুরগীর খামার। বিলাসপুরের মতো জঙ্গলে ঘেরা এলাকায় দেশি মুরগীর ভালো চাহিদা। পর্যটকেরাও ছত্তিশগড়ে দেশি মুরগীর খোঁজ করেন।

   

বাজারে এই চাহিদার কথা ভেবেই কারবার বড় করতে চেয়েছিলেন রূপচাঁদ। তাঁর দাবি, তিনি স্টেট ব্যাঙ্কে ১২ লক্ষ টাকা লোনের আবেদন করেন। বিষয়টি যে সহজ হবে না তা তিনি বেশ ভালো বুঝতে পেরেছিলেন। তাও চেষ্টার ত্রুটি রাখেননি। এতেই বিপত্তি।

ফেল কড়ি, মাখো তেল। এই তত্ত্বে মেনে লোনের আবেদন করেন রূপচাঁদ। ব্যাঙ্কের ম্যানেজার এই টোপ দেন বলে অভিযোগ। রূপচাঁদের দাবি, লোন পাইয়ে দিতে ১০ শতাংশ কমিশন চান ব্যাঙ্কের ম্যানেজার। লোন পাওয়ার ২ মাসে সেই টাকা দেওয়ার আশ্বাস দেন রূপচাঁদ। এখান থেকেই ম্যানেজারের খেলা শুরু।

অভিযোগ, কমিশন হাতানোর নয়া ফন্দি আঁটেন ব্যাঙ্ক ম্যানেজার। প্রতি উইকত্রন্ডে তাঁর দেশি মুরগী চাই। সেসবের জোগান দিতে হবে রূপচাঁদকে। তাহলেই লোন মিলবে। এই টোপ দিয়ে দীর্ঘদিন মুরগী নিয়েছেন। অভিযোগ, মোট ৩৮ হাজার ঌ০০ টাকার মুরগী খেয়েছেন। ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ জানিয়েছেন।

A Chhattisgarh poultry farmer alleges a bank manager consumed ₹39,000 worth of country chickens in exchange for a loan approval promise. Read the shocking details of exploitation.