শ্রীলঙ্কার মতো হাল হবে বাংলাদেশের, চিন্তায় দিল্লি

গণঅভুত্থানে শেখ হাসিনার পলায়নে রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশে (Bangladesh Crisis)। আর নয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডা. মুহাম্মদ ইউনূস। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও আর্থিক পরিস্থিতি…

Bangladesh will be face srilanka like economic crisis soon India observing the situation

গণঅভুত্থানে শেখ হাসিনার পলায়নে রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশে (Bangladesh Crisis)। আর নয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডা. মুহাম্মদ ইউনূস। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও আর্থিক পরিস্থিতি নিয়ে ক্রমেই দুঃশ্চিন্তা বাড়ছে বাংলাদেশের (Bangladesh Crisis)। বিরাট পরিমান আন্তর্জাতিক ঋণ মেটাতেই নাজেহাল পরিস্থিতি প্রতিবেশি দেশটির।  

বুধে ওমর আবদুল্লাহ ভাগ্য নির্ধারণ, নির্বিঘ্নেই চলছে উপত্যকার দ্বিতীয় দফার ভোট

   

এমন অবস্থায় ভারত মনে করছে, বড় অঙ্কের বিদেশি ঋণমেটানোই সে দেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কঠিন সমস্যা। পরিস্থিতি সঙ্গিন হয়েছে বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায়। গত ছ’বছরের মধ্যে বিদেশি মুদ্রার সঞ্চয় এখন সর্বনিম্ন, ১৬০০ কোটি ডলার। এই পরিস্থিতিতে রাশিয়া তাদের বকেয়া পরিশোধের জন্য চাপ দিচ্ছে ঢাকার উপর।

সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী জাপানের কাছে ৯২১ কোটি, রাশিয়ার কাছে ৫০৯ কোটি, চিনের কাছে ৪৭৬ কোটি এবং ভারতের কাছে ১০২ কোটি ডলারের ঋণ বাংলাদেশের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালে মার্চ পর্যন্ত বাংলাদেশ ৫৬৩ কোটি ডলার ঋণ করেছে। হাসিনা জমানার এই ঋণের কিস্তি শোধ করতে হবে বর্তমান সরকারকে। অন্যদিকে আদানির কাছে ৮০ কোটি ঋণ ও ত্রিপুরার থেকে বিদ্যুৎ কেনার জন্য বিপুল ঋণ রয়েছে বাংলাদেশের। 

শৌচালয়ের সমস্যা, উন্নাও নির্যাতিতার নিরাপত্তায় সিআরপি প্রত্যাহারে ‘সুপ্রিম’ দ্বারস্থ কেন্দ্র

এদিকে সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওই বিষয়ে কথা হয় তাঁর। তবে বাংলাদেশকে সমস্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে ইতিমধ্যেই ২০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। তবে বিশ্বব্যাঙ্ক,আইএমএফ ও এডিবির থেকে ১০০ কোটি ডলার ঋণ পেলেও বৈদেশিক ঋণ মেটানো বাংলাদেশের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে ক্রমেই বাড়ছে সন্দেহ। 

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭, জখম ১

যারফলে বাংলাদেশের পরিনতি যদি আগামীদিনে শ্রীলঙ্কার মতো হয় তাহলে আশ্চর্য হওয়ার কোনও কারণ দেখছে না সাউথ ব্লক। ২০২২ সালে আর্থিক সংকটের জেরে অত্যাধিক মূল্যবৃদ্ধি দ্বীপরাষ্ট্রের আর্থ-সামাজিক কাঠামোকে ভেঙে ফেলে। তারসঙ্গে রাজাপাক্ষে পরিবারের লাগামছাড়া দুর্নীতি গণঅভুত্থান ঘটায় সেদেশে। উৎখাত করা হয় প্রাক্তণ প্রেসিডেন্টের পরিবারকে। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেই সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।