আগরতলা: দেনায় ডুবে বাংলাদেশ৷ শুধু আদানি গোষ্ঠী নয়, বিদ্যুতের জন্য ত্রিপুরা সরকারের কাছেও দেনা রয়েছে বাংলাদেশের৷ টাকার পরিমাণও নেতাহ কম নয়৷ ১৩৫ কোটি টাকা! ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন’ (NTPC) বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে এই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। এই চুক্তির ভিত্তিতেই বাংলাদশে বিদ্যুৎ পাঠাত ত্রিপুরা৷ সেই বাবদ বাংলাদেশের থেকে ১৩৫ কোটি টাকা পাওনা বাকি রয়েছে ত্রিপুরা সরকারের। অবিলম্বে সেই বকেয়া মিটিয়ে দিতে বলল ত্রিপুরা সরকার৷ (Bangladesh electricity dues to Tripura)
ভারত বিরোধী স্লোগান Bangladesh electricity dues to Tripura
শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে৷ এমনকি পড়শি দেশের বিরুদ্ধে উঠেছে ‘ভারত বিরোধী কার্যক্রম’-এর অভিযোগ৷ ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাসে একটি ট্রাক এবং একটি অটোরিকশার দুর্ঘটনার পর বাংলাদেশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ আরও জোরাল হয়ে উঠেছে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই৷ তবে একদল যাত্রীকে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ সেখানে ভারত বিরোধী স্লোগানও ওঠে৷
বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের বক্তব্য Bangladesh electricity dues to Tripura
ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ রবিবার বলেছেন, ‘‘১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে ঠিকই, তবে বাংলাদেশ নিয়মিত পেমেন্ট করেছে। প্রতিটি ইউনিট বিদ্যুতের জন্য আমরা ৬.৬৫ টাকা চার্জ করি৷ ’’ তিনি আরও জানান, ‘‘ঘরোয়া কানেকশনের ক্ষেত্রে ত্রিপুরা সরকার যে দাম পায়, তার নিরিখে বাংলাদেশে বিদ্যুৎ পাঠালে কিছুটা বেশি দর পাওয়া যায়।’’
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল TSECL
উল্লেখ্য, ১০০ কোটি টাকা বকেয়া থাকায় ২০২৪ সালের মে মাসে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল TSECL (ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড)৷ বাংলাদেশ পাওয়ার ডেভলভমেন্ট বোর্ডকে (বিপিডিবি) বিদ্যুৎ সরবরাহ করে তারা। সরকারি আধারিক সূত্রে খবর, গত এক বছর ধরে সময়মতো বিদ্যুতের টাকা দিতে পারেননি বাংলাদেশ। ফলে বকেয়ার পরিমাণও বাড়তে থাকে৷ ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘‘আমরা আপ্রাণ চেষ্টা করছি বাংলাদেশের কাছ থেকে বকেয়া টাকা উদ্ধার করে আনার৷ এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে চিঠিও দেওয়া হয়েছে৷’’ তিনি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন বলেও জানান বিদ্যুৎমন্ত্রী৷
Bharat: Bangladesh owes Rs 135 crore to Tripura for electricity via NTPC. Despite Sheikh Hasina’s fall and growing anti-India sentiments, payments continue. Tripura Power Minister Ratan Lal Nath assures regular payments. TSECL halted supply in May 2024.