বাংলাদেশের সহকারী হাইকমিশনে (Bangladesh Assistant High Commission) হামলার ঘটনায় বিজেপি শাসিত ত্রিপুরা (Tripura) সরকার চরম অস্বস্তিতে। চলছে হামলাকারীদের ধরপাকড়। ভিডিও দেখে হামলাকাপীদের চিহ্নিত করা হচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) কিছু হিন্দুত্ববাদী এই হামলা চালায়। দূতাবাসে হামলার পর বন্ধ হল ভিসা দান।
বিবিসি জানাচ্ছে নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগরতলাতে বাংলাদেশের সহকারি হাই কমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মহম্মদ আল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই আদেশ জানানো হয়েছে।
সোমবার আগরতলায় ওই হামলার ঘটনায় প্রাথমিকভাবে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড এবং ডিএসপি পদমর্যাদারএকজন অফিসারকে ‘ক্লোজ’ করা হয়েছে।
বাংলাদেশে এক সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ অভিযোগে গ্রেফতারের পর থেকে ভারতে ইসকনসহ বিভিন্ন হিন্দু সংগঠন ও বিজেপি প্রতিবাদ করছে। সেই রেশ ধরে সোমবার (২ জিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ চলছিল। সেই হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা দূতাবাসে ঢুকে হামলা চালায়।
মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বলেছেন, “বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিছু সংখ্যক লোক আগরতলা সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে শান্তিপূর্ণ ধর্ণা প্রদর্শন করছিলো কিন্তু কিছু যুবক আচমকাই আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে ঢোকার চেষ্টা করে। আমি এই ঘটনার নিন্দা জানাই। শান্তিপূর্ণ আন্দোলন/প্রতিবাদ চলতেই পারে কিন্তু এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।”