উড়ল শেখ হাসিনার C-130J বিমান, গন্তব্য কোথায়?

 ভারত ছাড়লেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এবার তাঁর বিমান C-130J উড়ে গেল। বোন রেহানাকে সঙ্গে নিয়ে তিনি গতকাল সোমবারই ভারতে আশ্রয় নিয়েছিলেন। তবে এবার জানা যাচ্ছে, শেখ হাসিনাকে ছাড়াই উড়ল C-130J বিমান! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিমানের পরবর্তী গন্তব্য কোথায়?

সূত্রের খবর, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহনটি আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে এবং তার পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টির ওপর কড়া নজর রাখছে। সূত্রের খবর, ভারত থেকে উড্ডয়নের পর বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান ৭ জন সামরিক সদস্য নিয়ে বাংলাদেশের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। 

   

এদিকে বাংলাদেশ ইস্যুতে সংসদের অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী জেপি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

বিরোধীদের তরফে বৈঠকে পৌঁছেছেন রাহুল গান্ধী ও কেসি বেণুগোপালও। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে-র টি আর বালু, জেডিইউয়ের লাল্লন সিং, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, আরজেডির মিশা ভারতী, এসএসের অরবিন্দ সাওয়ান্ত, বিজেডির সংস্মিত পাত্র, এনসিপির সুপ্রিয়া সুলে, টিডিপির রামমোহন নাইডু।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন