দিল্লির বঙ্গভবনের সামনে রেসিডেন্ট চিকিৎসকদের প্রতিবাদ

দিল্লির হেলি রোডে বঙ্গভবনের (Banga Bhavan) সামনে বুধবার সন্ধ্যায় বিভিন্ন হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা (Resident doctors) বিক্ষোভ দেখান। হাতে মোমবাতি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ। আরজিকর ঘটনায় যে…

Banga Bhavan Resident doctors

দিল্লির হেলি রোডে বঙ্গভবনের (Banga Bhavan) সামনে বুধবার সন্ধ্যায় বিভিন্ন হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা (Resident doctors) বিক্ষোভ দেখান। হাতে মোমবাতি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ। আরজিকর ঘটনায় যে সকল চিকিৎসকরা প্রতিবাদ জানাচ্ছেন তাদের সমর্থনেই এই প্রতিবাদ। প্রতিবাদকারীরা বলেন তাদের দাবি একটাই ‘জাস্টিস ফর অভয়া’। অভয়ের ঘটনা যেন আর না ঘটে। সেই দাবি তোলেন জড়িয়ে চিকিৎসকরা। গত দশ দিন ধরে আমাদের সহকর্মীরা ওখানে অনশন করছে। রাজ্য প্রশাসন ১০ দাবি মেনে নেননি। সেই দাবিতেই এবার প্রতিবাদের আজ রাজধানীর বঙ্গভবনের সামনে।

অনশনের কারণে যে সকল সহকর্মীরা অসুস্থ হয়ে পড়ছে তা অবিলম্বে যাতে বন্ধ হয়, সেই দাবি সরকারের কাছে তুলে ধরেন তারা। এমস ( AMIS), মৌলানা আজাদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ একাধিক সরকারি মেডিকেল কলেজের প্রতিনিধিরা এই প্রতিবাদে অংশ নেন। একইভাবে প্রতিবাদের আচঁ লখনউতে সেখানেও প্রতিবাদ দেখান জুনিয়ার চিকিৎসকরা। অনশনে বসেন কিং জর্জ মেডিকেল কলেজের দুই চিকিৎসক।

   

বঙ্গভবনের সামনে প্রতিবাদ দেখানো এক আন্দোলনকারী চিকিৎসকের কথা মতে, চিকিৎসকদের দাবি পূরণে ব্যর্থ রাজ্য সরকার। অন্যদিকে এই ঘটনায় একমাত্র দোষী হিসেবে সিবিআই চার্জশিটে নাম উঠে এসেছে সঞ্জয় রায়ের। ফলে এই ঘটনায় আর কারা জড়িত সেই নাম সামনে আসছে না। দীর্ঘদিন ধরে যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন। তাই যতদিন না পর্যন্ত সরকার দশ দফা দাবি মেনে নেবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিদের চিকিৎসকরা।